ট্যাক্স অনিয়মের দায় স্বীকারে রাজি হান্টার বাইডেন

টিবিএন ডেস্ক

জুন ২০ ২০২৩, ১৯:৫৫

অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনপুত্র হান্টার বাইডেন। ছবি: সংগৃহীত

অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনপুত্র হান্টার বাইডেন। ছবি: সংগৃহীত

  • 0

ট্যাক্স পরিশোধে অনিয়মের দুই ফৌজদারি অপরাধের দায় স্বীকারে আবেদন করতে যাচ্ছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। দীর্ঘদিন ধরে চলা মামলার নিষ্পত্তিতে জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

শিগগিরি দোষ স্বীকার করতে তাকে আদালতে হাজির হওয়ার তারিখ দেয়া হবে।

ডেলাওয়্যারের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট।

মামলার নথি অনুযায়ী, ২০১৭ ও ২০১৮ সালে সময়মতো ট্যাক্স পরিশোধ না করার দুই অভিযোগ ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একটি অভিযোগ রয়েছে হান্টার বাইডেনের বিরুদ্ধে।

জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, তিনি আদালতে ট্যাক্সে অনিয়মের দায় স্বীকার করে নেবেন ও প্রবেশনের জন্য সম্মত হবেন। বিনিময়ে প্রি-ট্রায়াল ডাইভারশন অ্যাগ্রিমেন্টের অংশ হিসেবে কিছু শর্ত মেনে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনার অভিযোগ থেকে অব্যাহতি পাবেন।

প্রবেশন হিসেবে হান্টারকে ২৪ মাস মাদক থেকে দূরে থাকতে হবে এবং আর কখনও তিনি আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন না। আর প্রবেশন মেনে নিলে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েও তিনি কারাদণ্ড এড়াতে পারবেন।

হান্টার বাইডেনের লিগ্যাল টিম ও ফেডারেল প্রসিকিউটরদের মধ্যে কয়েক মাস ধরে চলে এই চুক্তির আলোচনা।

হান্টারের আইনজীবী ক্রিস্টোফার ক্লার্ক বিবৃতি দিয়ে বলেছেন, চুক্তির মধ্য দিয়ে পাঁচ বছর ধরে চলা মামলা অবশেষে নিষ্পত্তির দিকে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমি জানি হান্টার বিশ্বাস করেন যে জীবনের নাজুক সময়ে মাদকাসক্তির কারণে যেসব ভুল করেছেন, সেগুলোর দায়ও নিতে হবে… তিনি সম্পূর্ণ সেড়ে উঠতে এবং সামনে এগোতে এখন প্রস্তুত।’

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন জানান, তারা ছেলেকে অত্যন্ত ভালবাসেন। জীবন নতুন করে শুরু করার প্রচেষ্টায় ছেলেকে সহায়তা করবেন।

৫৩ বছর বয়সী হান্টার বাইডেন এক সময় ছিলেন আইনজীবী। চায়না ও ইউক্রেইনে লবিস্ট হিসেবেও কাজ করেছেন। কোকেইন গ্রহণের প্রমাণ পাওয়ায় ২০১৪ সালে তাকে ইউএস নেভি থেকে বরখাস্ত করা হয়।

২০১৫ সালে প্রেসিডেন্ট বাইডেনের বড় ছেলে বাও বাইডেনের মৃত্যুর পর থেকে পুরোপুরি মাদকাসক্ত হয়ে পড়েন ছোট ছেলে হান্টার। আসক্তি কমাতে নিজের সঙ্গে যুদ্ধের কথা প্রকাশ্যেই তিনি বলেছেন।

এরপর তার বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে ১০০ হাজার ডলার ট্যাক্স শোধ না করার অভিযোগ ওঠে। একইসঙ্গে মাদকাসক্ত থাকা অবস্থায় ২০১৮ সালে আগ্নেয়াস্ত্র কেনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। বলা হয়, সে সময় আগ্নেয়াস্ত্র কেনার ফর্মে মাদকে আসক্তি আছে কিনা- এমন তথ্যের ঘরে তিনি ‘নো’ লিখেছিলেন।

ফৌজদারি মামলার নিষ্পত্তিতে এমন চুক্তির ঘটনা অ্যামেরিকায় বিরল।


0 মন্তব্য

মন্তব্য করুন