নেভি চিফ হিসেবে নারী অ্যাডমিরালকে মনোনয়ন দিলেন বাইডেন

টিবিএন ডেস্ক

জুলাই ২২ ২০২৩, ১৩:০৫

লিসা ফ্র্যাঞ্চেটি। ছবি: ইউএস নেভি

লিসা ফ্র্যাঞ্চেটি। ছবি: ইউএস নেভি

  • 0

ইউএস নেভিকে নেতৃত্ব দিতে অ্যাডমিরাল লিসা ফ্র্যাঞ্চেটিকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেনেটে এই মনোনয়ন অনুমোদন পেলে ফ্র্যাঞ্চেটি প্রথম নারী হিসেবে পেন্টাগনের জয়েন্ট চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এক বিবৃতিতে বাইডেন জানান, বর্তমানে ইউএস নেভির ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করা ফ্র্যাঞ্চেটি কমিশন্ড অফিসার হিসেবে ৩৮ বছর ধরে দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

বাইডেন লিসাকে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বলেন, ‘ফ্র্যাঞ্চেটি দ্বিতীয় নারী যিনি ইউএস নেভিতে ফোর স্টার জেনারেল হিসেবে কাজ করছেন। এবার তিনি চিফ হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবেন।’

এর আগে লিসা ফ্রাঞ্চেটি ইউএস সিক্সথ ফ্লিট এবং সাউথ কোরিয়ায় ইউএস নেভির চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের প্রথম পছন্দ নন ফ্রাঞ্চেটি। এর পরিবর্তে তিনি টপ গান গ্র্যাজুয়েট স্যামুয়েল পাপারোকে সুপারিশ করেছিলেন। বাইডেন অবশ্য পাপারোকেও পদোন্নতি দিয়েছেন। তাকে প্যাসিফিক ওশেনে ইউএস সামরিক বাহিনীর কমান্ডার হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

তবে সেনেট লিসাকে অনুমোদন দেবে কি- না সেটি নিশ্চিত নয়। কেননা গর্ভপাত করতে চাওয়া সৈন্যদের সহযোগিতা করায় পেন্টাগণের সিদ্ধান্তের প্রতিবাদে অ্যালাবামার রিপাবলিকান সেনেটর টমি টিউবারভিল সামরিক বিভাগের ২৭০-এর বেশি মনোনয়ন আটকে দিয়েছেন।

আগামী মাসে ইউএস নেভি চিফ হিসেবে এডমিরাল মাইক গিলডে তার চার বছরের মেয়াদ শেষ করবেন।


0 মন্তব্য

মন্তব্য করুন