নিলামে কেনা দুই মহিষের হামলায় কৃষক নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪ ২০২৫, ২২:৪১

পানিতে দাঁড়িয়ে থাকা সাউথ অ্যামেরিকান মহিষ। ছবি: নভুম টেরাম

পানিতে দাঁড়িয়ে থাকা সাউথ অ্যামেরিকান মহিষ। ছবি: নভুম টেরাম

  • 0

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ম্যাকমাইকেলের শখ ছিল গবাদি পশু কেনার।

ওকলাহোমায় গবাদি পশুর নিলাম থেকে মাত্র এক দিন আগে কেনা দুই মহিষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে পুলিশ।

বাহিনীটির সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সিবিএস নিউজ জানায়, প্রাণ হারানো কৃষকের খামারটির অবস্থান ওকলাহোমা সিটি থেকে প্রায় ২০ মাইল উত্তরপূর্বে জোনস এলাকায়। সেখান থেকে শুক্রবার রাত আটটা ৩৫ মিনিটের দিকে পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টকে কল করে জানানো হয়, এক ব্যক্তির ওপর হামলে পড়েছে দুই মহিষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক সাড়াদানকারীরা শুরুতে মহিষগুলোর আগ্রাসী আচরণের কারণে ভুক্তভোগীর কাছে ঘেঁষতে পারেননি। পরবর্তী সময়ে একটি মহিষকে হত্যা করে তারা ব্র্যাডলি ম্যাকমাইকেল নামের কৃষকের কাছে যান।

পুলিশ জানায়, কৃষকের দেহে আঘাতের গভীর ক্ষত ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রমশ উত্তেজিত হওয়ার পাশাপাশি জরুরি অবস্থায় সাড়া দেওয়া কর্মীদের জন্য হুমকি বিবেচনায় দ্বিতীয় মহিষকেও হত্যা করা হয়।

ম্যাকমাইকেল বৃহস্পতিবার গবাদি পশুর নিলাম থেকে প্রাণী দুটিকে কিনেছিলেন বলে জানায় পুলিশ।

বাহিনীটির ধারণা, প্রাণীগুলোর পরিচর্যা করতে গিয়ে আটকা পড়েন এ কৃষক।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ম্যাকমাইকেলের শখ ছিল গবাদি পশু কেনার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজে, যেটি দৃশ্যত ম্যাকমাইকেলের খামারের, দেওয়া পোস্টে এ কৃষকের মৃত্যুকে ‘বিষাদময় দুর্ঘটনা’ আখ্যা দেওয়া হয়েছে।