যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, যা বললেন পাকিস্তানের মন্ত্রী

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১০ ২০২৫, ১৯:২৯

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ছবি: রয়টার্স ও হাম ইংলিশ

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ছবি: রয়টার্স ও হাম ইংলিশ

  • 0

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে সামরিক বাহিনীর পাল্টা ব্যবস্থার কথা জানিয়েছে ভারত। এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর পাকিস্তান তা লঙ্ঘন করেছে বলে শনিবার অভিযোগ করেছে ভারত, তবে এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে সামরিক বাহিনীর পাল্টা ব্যবস্থার কথা জানিয়েছে ভারত।

দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার রাত ১১টার দিকে এক বিবৃতিতে বলেন, ‘সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের সামরিক কার্যক্রমবিষয়ক মহাপরিচালকদের মধ্যে হওয়া (যুদ্ধবিরতি) চুক্তি গত তিন ঘণ্টা ধরে বারবার লঙ্ঘন করা হয়েছে। এটি এর আগে আজকে হওয়া চুক্তির লঙ্ঘন।

‘এ ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে (ভারতের) সামরিক বাহিনী যথাযথ ও উপযুক্ত জবাব দিচ্ছে এবং আমরা এ ধরনের লঙ্ঘনের বিষয়কে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

বিবৃতিতে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং চুক্তির বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান ভারতের পররাষ্ট্র সচিব। এর আগে ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বিভিন্ন অবস্থান এবং গুজরাটের একাংশে ভারত ড্রোন শনাক্ত ও প্রতিহত করে বলে খবর পাওয়া যায়।

যা বললেন পাকিস্তানের মন্ত্রী

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জিও নিউজকে জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হয়নি।

ভারত ও পাকিস্তানের কার্যত সীমান্ত লাইন অব কন্ট্রোলের (এলওসি) দুই প্রান্তে স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তথ্যমন্ত্রী এ বক্তব্য দেন।

জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় গত বুধবার শুরুর সময়ে পাকিস্তানের ৯টি অবস্থানে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও ভারতের ওপর হামলা চালালে সংঘাত শুরু হয় দুই দেশের মধ্যে।

সংঘাতের চতুর্থ দিন শনিবার শুরুর সময়ে তিনটি বিমান ঘাঁটিতে ভারত হামলা চালায় বলে দাবি করে পাকিস্তান। এরপর দেশটি ভারতে পাল্টা হামলা শুরুর কথা জানায়।

এমন পরিস্থিতিতে সর্বাত্মক যুদ্ধ বাধার আশঙ্কার মধ্যে শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় পরমাণু শক্তিধর দেশ দুটি। অ্যামেরিকা এতে মধ্যস্থতা করে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।