বিশ্বকাপের শিরোপা জয়ে অনন্য ভূমিকার জন্য এ পুরস্কারে ভুষিত হয়েছেন তিনি।
গত বছর ডিসেম্বরে বিশ্বকাপের রোমঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করে ৩৫ বছর বয়সী মেসির আর্জেন্টিনা। দলকে বিশ্বকাপ শিরোপা জয়ে নেতৃত্ব দেয়ায় ব্যক্তিগত পুরস্কারে ভুষিত হন ৭ বারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী ফুটবল তারকা।
প্যারিসে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার দলগত পুরস্কারটিও গ্রহণ করেন মেসি।
অনুষ্ঠানে স্ত্রী আন্তোনেলিয়া রোকুজ্জাকেও সঙ্গী করেন মেসি। এর আগে ২০২০ সালে ফর্মুলা ওয়ানের ব্রিটিশ চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে ব্যক্তিগত এই পুরস্কারটি লাভ করেছিলেন তিনি।