ভয়াবহ তুষারপাত থেকে বাঁচতে একটি লগের নিচে আশ্রয় নেয় নিমি। দুটি দিন পার করেছে শুধু বরফ খেয়ে। অবশেষে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে কর্তৃপক্ষ।
পরিবারের সঙ্গে প্রকুপাইন মাউন্টেইনস স্টেইট পার্কে ক্যাম্পিংয়ের সময় গত শনিবার নিখোঁজ হয় নিমি।
আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করতে গিয়েই পথ হারিয়ে ফেলে সে। তাকে খুঁজে পেতে ১৫০ জনের একটি উদ্ধার দল অনুসন্ধান শুরু করে।
ক্যাম্প থেকে প্রায় দুই মাইল দূরে একটি লগের নীচে থেকে সোমবার ‘সুস্থ অবস্থায়’ উদ্ধার করা হয় তাকে।
মিশিগান স্টেইট পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘নিমির লগের নিচে আশ্রয় নেয়া একটি সাহসী কাজ। শেষ পর্যন্ত আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধারে সক্ষম হয়েছি।’
নিমি পুলিশকে জানিয়েছে, সে হাইড্রেশনের জন্য দুদিন পরিষ্কার বরফ খেয়েছিল।
নিমি হারিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর স্থানীয় লোকজনও খোঁজাখুঁজি শুরু করেন। তবে নিমির মা তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দয়া করে আপনারা অভিজ্ঞদের কাজ করতে দিন, সবাই যোগ দিলে আমাদের ছেলেকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে।’
নিমিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বছরের এ সময়ে পাহাড়ি অঞ্চলে বেশ পানি জমে থাকে। পাহাড়ি রাস্তায় বরফ জমে তা আরও দুর্গম হয়ে পড়ে। নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়েছে।’