ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন থেকে শুরু হওয়া যুদ্ধে ‘সম্পূর্ণ’ বিরতি নিতে তেহরান ও তেল আবিব রাজি হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সোমবার এক পোস্টে তিনি এমন দাবি করেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘প্রত্যেককে অভিনন্দন! সম্পূর্ণ যুদ্ধবিরতিতে পুরোপুরি রাজি হয়েছে ইসরায়েল ও ইরান।’
যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হবে, তা নিয়ে ট্রাম্প বলেন, তার পোস্ট দেওয়ার ছয় ঘণ্টা পর থেকে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতির প্রস্তুতি শুরু করবে। ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে।
ট্রাম্পের ভাষ্য, ইসরায়েল-ইরান যুদ্ধ অনেক বছর ধরে চলতে পারত এবং তা পুরো মধ্যপ্রাচ্যকে শেষ করে দিতে পারত, কিন্তু সেটি হয়নি এবং কখনও হবে না।
প্রেসিডেন্ট ট্রাম্পের এ ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল কিংবা ইরান।
কাতার ও ইরাকে অ্যামেরিকার সামরিক ঘাঁটিতে সোমবার সীমিত পরিসরে ইরানি হামলা নিয়ে আলোচনার মধ্যে ট্রাম্প এ চমক জাগানো ঘোষণা দেন।
ইরানে রবিবার শুরুর সময়ে অ্যামেরিকার হামলার জবাবে দেশটির মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে আক্রমণ করে তেহরান।
অ্যামেরিকার কর্মকর্তাদের ভাষ্য, কাতারের আল উদেইদ ঘাঁটিতে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাতার সরকারের দাবি, ইরান থেকে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত করলেও কেউ হতাহত হয়নি। বাকি ১৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
বন্ধুপ্রতিম দেশে অবস্থিত ঘাঁটিতে ইরানের এ হামলাকে ‘প্রতীকী’ আখ্যা দিয়েছেন দোহা ইনস্টিটিউটের ক্রিটিক্যাল সিকিউরিটি স্টাডিজের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম।