সিরিয়ার জ্বালানি খাতের মহাপরিকল্পনায় অ্যামেরিকার ৩ কোম্পানি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮ ২০২৫, ১৭:১৯ হালনাগাদ: নভেম্বর ১৬ ২০২৫, ৩:১৫

সিরিয়ার ইদলিবের দক্ষিণে মার্চমারিন শহর এলাকার অস্থায়ী এক তেল শোধনাগারে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর কাজ করছিলেন একাধিক ব্যক্তি। ছবি: খলিল আশাউয়ি/রয়টার্স

সিরিয়ার ইদলিবের দক্ষিণে মার্চমারিন শহর এলাকার অস্থায়ী এক তেল শোধনাগারে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর কাজ করছিলেন একাধিক ব্যক্তি। ছবি: খলিল আশাউয়ি/রয়টার্স

  • 0

তিন কোম্পানির একটি আরজেন্ট এলএনজির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও জনাথন ব্যাস শুক্রবার এ তথ্য জানান।

সিরিয়ার তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা তৈরি করবে অ্যামেরিকার কোম্পানি বেকার হিউজেস, হান্ট এনার্জি ও আরজেন্ট এলএনজি।

তিন কোম্পানির একটি আরজেন্ট এলএনজির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও জনাথন ব্যাস শুক্রবার এ তথ্য জানান।

তার ভাষ্য, ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত জ্বালানি অবকাঠামো পুনর্নির্মাণে অংশীদারত্ব গড়বে কোম্পানিটি।

জ্বালানি পরিকল্পনায় কোম্পানিগুলোর যুক্ত হওয়া অ্যামেরিকার কঠিনতম নিষেধাজ্ঞায় থাকা দেশটির প্রতি ওয়াশিংটনের নীতি পরিবর্তনের প্রতিফলন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জুনের শেষের দিকে সৌদি সফরে গিয়ে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।

রয়টার্স জানায়, সিরিয়াকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে বর্তমান সরকারের প্রচেষ্টার মধ্যে কোম্পানি তিনটি তেল ও গ্যাস অনুসন্ধান এবং বিদ্যুৎ উৎপাদনে সহায়তার পরিকল্পনা নিয়েছে।

সিরিয়ায় বিদ্যুৎ উৎপাদন ও বন্দর অবকাঠামো উন্নয়নে সহায়তার জন্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অনেক কোম্পানিসহ বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতার মধ্যে অ্যামেরিকার প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনায় যুক্ত হওয়ার খবর প্রকাশ হলো। এ মহাপরিকল্পনার বিস্তারিত নিয়ে রয়টার্সের আগে খবর প্রকাশ করেনি কোনো সংবাদমাধ্যম।

আরজেন্ট এলএনজির সিইও ব্যাস ফোনে রয়টার্সকে জানান, সিরিয়ায় জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের সমন্বিত মহাপরিকল্পনা তৈরির বিষয়টি শুরু হয়েছে। এ কাজ শুরু হয় উৎপাদন সক্ষমতা ও সেবা পৌঁছে দেওয়ার স্বল্পমেয়াদি সুযোগের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সমন্বয় করে সিরিয়ার জ্বালানি খাত পুনরুজ্জীবিত করাই তাদের প্রচেষ্টার লক্ষ্য।

সিরিয়ায় কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হবে, সে বিষয়ে এ নির্বাহী জানান, তেল, গ্যাস অনুসন্ধান থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো কাজ করা হবে। এ পরিকল্পনার আওতায় থাকবে কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র।

এর বেশি কিছু বলতে চাননি তিনি।