ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে জড়ানোর বিষয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে বৃহস্পতিবার জানিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্পের একটি বার্তা উদ্ধৃত করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এ কথা জানান বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে, যা হতে পারে, নাও হতে পারে, এমন ফ্যাক্টের ভিত্তিতে যাওয়া না যাওয়ার বিষয়ে আমি আমার সিদ্ধান্ত নেব দুই সপ্তাহের মধ্যে’, ট্রাম্পকে উদ্ধৃত করে বলেন লেভিট।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথে যেতে আগ্রহী ট্রাম্প, তবে তার মূল অগ্রাধিকার ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা নিশ্চিত করা।
তিনি বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তির মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ এবং তেহরানের পরমাণু অস্ত্র অর্জনের সক্ষমতা শেষ করতে হবে।
লেভিট আরও বলেন, ‘প্রেসিডেন্ট সবসময়ই কূটনৈতিক সমাধানে আগ্রহী…তিনি শান্তি স্থাপনকারীদের শীর্ষে। তিনি শান্তির জন্য শক্তি ব্যবহারকারী প্রেসিডেন্ট।
‘তাই কূটনীতির কোনো সুযোগ থাকলে প্রেসিডেন্ট সবসময় এটাকে লুফে নিচ্ছেন, তবে আমি এও বলব যে, কোনো শক্তি প্রয়োগের বিষয়েও শঙ্কিত নন তিনি।’