যুদ্ধের তিন মাস পর পাকিস্তানের বড় ক্ষতির দাবি ভারতের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯ ২০২৫, ১৮:৫৬ হালনাগাদ: অক্টোবর ১৭ ২০২৫, ১৯:১০

পাকিস্তানের একটি যুদ্ধবিমান। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

পাকিস্তানের একটি যুদ্ধবিমান। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

  • 0

দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভারতের এয়ার চিফ মার্শাল এ.পি. সিং জানান, পাকিস্তানের বেশির ভাগ বিমান ধ্বংস করা হয় রাশিয়ার কাছ থেকে কেনা ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ ব্যবহার করে।

চলতি বছরের মে মাসে চার দিনের যুদ্ধের তিন মাস পর এসে পাকিস্তানের বড় ধরনের সামরিক ক্ষতির দাবি করেছে ভারত।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটির বিমান বাহিনীর প্রধান শনিবার দাবি করেছেন, কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশীর সবচেয়ে মারাত্মক সশস্ত্র সংঘাতের সময় পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ও অন্য একটি সামরিক বিমান ভূপাতিত করে ভারত।

সীমান্তবর্তী দেশটির এ দাবি নাকচ করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, তার দেশের কোনো বিমানকে আঘাত বা ধ্বংস করতে পারেনি ভারত।

দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভারতের এয়ার চিফ মার্শাল এ.পি. সিং জানান, পাকিস্তানের বেশির ভাগ বিমান ধ্বংস করা হয় রাশিয়ার কাছ থেকে কেনা ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ ব্যবহার করে।

ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটার বরাতে ৭ থেকে ১০ মে পাকিস্তানি বিমানে আঘাতের তথ্য দেন ভারতের বিমান বাহিনীর প্রধান।

তিনি বলেন, ‘আমরা কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি বড় বিমান ধ্বংসের বিষয়ে নিশ্চিত হয়েছি।’

অন্য বিমানের বিষয়ে শীর্ষ এ সামরিক কর্মকর্তা জানান, এটি নজরদারি বিমান হতে পারে, যা ৩০০ কিলোমিটার দূরত্ব থেকে ভূপাতিত করা হয়।

রয়টার্স জানায়, পাকিস্তানের কোন ধরনের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি এ.পি. সিং।

তার ভাষ্য, পাকিস্তানের একটি নজরদারি বিমান এবং কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। যুদ্ধবিমানগুলো দক্ষিণপূর্ব পাকিস্তানের দুটি বিমান ঘাঁটির হ্যাঙ্গারে রাখা হয়েছিল।