
কেন ১৮ বছর ধরে কথা বলেন না রাম ও আল্লু?

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪ ২০২৫, ৮:৩৬

আল্লু অর্জুন ও রাম চরণ। ছবি: দ্য ইকোনোমিক টাইমস
- 0
সম্পর্কে দুজন কাজিন হলেও অবাক করার মতো বিষয় হলো প্রায় ১৮ বছর ধরে কথা বলেন না দক্ষিণী এই সুপারস্টাররা।
দুজনই ভারতের জনপ্রিয় তারকা। রাম চরণ তার আরআরআর সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। অন্যদিকে আল্লু অর্জুনের পুস্পা ভেঙেছে একের পর এক রেকর্ড। যা তাকে ভারতজুড়ে এনে দিয়েছে জনপ্রিয়তা।
তেলেগু চলচ্চিত্র জগতে প্রভাবশালী পরিবারের দুই তারকাই তাদের পরিবারের সিনেমার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সম্পর্কে দুজন কাজিন হলেও অবাক করার মতো বিষয় হলো প্রায় ১৮ বছর ধরে কথা বলেন না দক্ষিণী এই সুপারস্টাররা।
দ্য ইকোনোমিক টাইমসের মতে, তাদের এই মনোমালিন্যের নেপথ্যে আছেন এক বলিউড অভিনেত্রী। ক্রুক খ্যাত নায়িকা নেহা শর্মা।
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রথম দিকের দিনগুলোতে অর্জুনের সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন নেহা শর্মা। তবে ২০০৭ সালে রাম চরণের অভিষেক ছবি ‘চিরুথার’ শুটিং চলাকালীন রাম ও নেহা শর্মার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
এমনকি গোপনে বিয়েও করেছেন রাম ও নেহা এমন জল্পনাও শোনা যায়। প্রেমিকা নেহা তারই ভাই রাম চরণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তা মেনে নিতে পারেননি আল্লু অর্জুন। এর পরই আল্লু নেহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং রাম চরণের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন। এই কারণেই দীর্ঘ সময় ধরে দুই তারকার মধ্যে দূরত্ব বজায় রয়েছে।
নবভারত টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নেহার সাথে রামের প্রেমের সম্পর্ক প্রকাশের ফলে দুই অভিনেতার মধ্যে মারাত্মক বিবাদের সূত্রপাত হয়। সূত্র দাবি করেছে যে এরপরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা শেষ পর্যন্ত তাদের সম্পর্কের অবনতি ঘটায়।
কয়েক বছর আগে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা যখন জানা যায়, রাম চরণ ইনস্টাগ্রামে আল্লু অর্জুনকে আনফলো করেছেন। সামাজিক মাধ্যমে এই ছোটখাটো পদক্ষেপগুলোই দুই তারকার মধ্যে তিক্ততার গুজবকে আরও জোরদার করেছে।
রাম চরণ ভারতীয় এক টেলিভিশন শো-তে এই গুজব নিয়ে মুখ খুলে বলেন, ‘আমি বিবাহিত মানুষ। এই ধরনের গুজব আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। আমার দায়িত্ব, এমন পরিস্থিতি তৈরি না করা, যেখানে আমার স্ত্রীকে আমাকে অন্য নারীদের থেকে রক্ষা করতে হয়।’ তিনি আরও জানান, শুটিং সময় থেকে শুরু হওয়া এই গুজব মিথ্যা এবং তার বাবা তাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করেছিলেন।’
২০১২ সালে রাম চরণ বিয়ে করেন দীর্ঘদিনের বান্ধবী উপাসনাকে। অপরদিকে, আল্লু অর্জুন ২০১১ সালে অ্যামেরিকায় স্নেহা রেড্ডির সঙ্গে সম্পর্কে জড়ান ও বিবাহবন্ধনে আবদ্ধ হন।
দীর্ঘ সময় পার হলেও এখনও কথা বলেন না এই দুই তারকা। দুজনের মধ্যে আবার সম্পর্ক গড়ে উঠবে কি না তা সময় বলে দেবে। তবে দুই তারকাকে একসাথে দেখতে অপেক্ষায় আছেন তাদের ভক্তরা।