কানেকটিকাটের একটি বিমানবন্দরের কাছে রবিবার সকালে লং আইল্যান্ড সাউন্ডে বেসরকারি পাইপার পিএ-৩২ বিমান বিধ্বস্তের ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ ও কোস্ট গার্ডের বরাতে এ তথ্য জানায় এবিসি নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কানেকটিকাটের নিউ হ্যাভেনের টুইড নিউ হ্যাভেন এয়ারপোর্টের দক্ষিণে সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় এফএএ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কানেকটিকাটের ব্র্যানফোর্ডের কাছে থিম্বল আইল্যান্ডস সংলগ্ন এলাকায় বিমান পড়ে যাওয়ার খবর পায় সেক্টর লং আইল্যান্ড সাউন্ড কমান্ড সেন্টার। এর ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিউ হ্যাভেন ঘটনাস্থলে ৪৫ ফুটের একটি নৌকা পাঠায়।
এবিসি নিউজের কাছে পাঠানো বিবৃতিতে কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, ‘বিমানে চড়া দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন।’
কোস্ট গার্ড জানায়, বিমান থেকে উদ্ধার হওয়া দুজনকে ব্র্যানফোর্ডের স্টোনি ক্রিক পিয়ারে নেওয়া হয়। সেখানে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস কর্মীরা দুজনকে স্বাস্থ্যসেবা দেন।
দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে এফএএ।