‘মোকায়’ মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

টিবিএন ডেস্ক

মে ২০ ২০২৩, ০:০১

মোকায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের বর্তমান দৃশ্য। ছবি : গেটি ইমেযেস

মোকায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের বর্তমান দৃশ্য। ছবি : গেটি ইমেযেস

  • 0

শক্তিশালী সাইক্লোন ‘মোকার’ আঘাতে মিয়ানমারে ১৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

মোকার প্রভাবে গত রোববার ভূমিধসে এই প্রাণহানি ঘটেছে। মৃতদের বেশিরভাগই রোহিঙ্গা।

জাতিসংঘ জানিয়েছে, এই শতাব্দিতে মিয়ানমারে মোকাই ছিল সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে সেখানকার প্রায় ৮০০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘন্টায় ২০৯ কিলোমিটার বেগের ক্যাটাগরি ফাইভ সাইক্লোন ছিল এটি। এটি রাখাইন রাজ্যের পাশাপাশি সাগাইং ও ম্যাগওয়ে অঞ্চলেও আঘাত হানে।

মিয়ানমারের জান্তার বিবৃতির বরাতে শুক্রবার বার্তা সংস্থা এএফপি বলেছে, ‘ঘুর্ণিঝড়ে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন সেনা সদস্য, ২৪ জন স্থানীই ও ১১৭ জন রোহিঙ্গা।’

মোকায় বিধ্বস্ত এলাকাগুলোতে এখনও শ শ ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। যোগাযোগ বিচ্ছিন্ন আছে সেখানকার লোকজন। এখনও অনেকে নিঁখোজ রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এশিয়ার সবচেয়ে মারাত্মক সাইক্লোনটি ছিল নার্গিস; ১৫ বছর এটি মিয়ানমারের ইরাওয়াদি ডেল্টায় আঘাত হেনেছিল। এতে ১৪০ হাজার প্রাণহানি ঘটেছিল। 


0 মন্তব্য

মন্তব্য করুন