সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হারাতে প্রতিযোগীদের দীর্ঘ তালিকায় নতুন করে যোগ দিলেন ৬৬ বছর বয়সী সাবেক এই সফটওয়্যার উদ্যোক্তা। ওয়াল স্ট্রিট জার্নালে বুধবার এ ঘোষণা দিয়েছেন তিনি।
ইতোমধ্যে বার্গাম নিজ শহর ফার্গোতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি বলেন, ‘এটি মোটেও আশ্চর্যের কিছু নয় যে এ ছোট শহর থেকে অর্জন করা মূল্যবোধই আমার পুরো জীবন পরিচালনা করতে অবদান রেখেছে। সত্যি বলতে, বড় শহরগুলোর উচিৎ ছোট শহরগুলো থেকে ধারণা ও শিক্ষা নেয়া।’
বার্গাম নিজেকে পরিবর্তনশীল অর্থনীতির জন্য একজন নতুন নেতা হিসেবে ঘোষণা করেন।
মিডিয়া জরিপে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শক্ত অবস্থানে আছেন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও।