ফিলিপ স্কোফিল্ড অবশেষে সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও দাবি করেছেন, সেটি ছিল অবিবেচনাপূর্ণ, তবে অনৈতিক নয়।
শুরুতে মিথ্যা বলায় তিনি সহকর্মী, নিয়োগকর্তা ও জনসাধারণের কাছে ক্ষমাও চেয়েছেন।
আইটিভির একজন মুখপাত্র জানান, স্কোফিল্ডের প্রতারণার স্বীকারোক্তিতে তারা গভীরভাবে হতাশ। একইসঙ্গে স্কোফিল্ডের সঙ্গে আইটিভি সব সম্পর্ক ছিন্নের বিষয়টি তিনি নিশ্চিত করেন।
এর ফলে আগামী মাসে বৃটিশ সোপ অ্যাওয়ার্ডে উপস্থাপক হিসেবে স্কোফিল্ডকে আর দেখা যাবে না। আইটিভির নতুন প্রাইম সিরিযেও তিনি থাকছেন না।
কো-হোস্ট হলি উইলোবির সঙ্গে বিবাদের ঘটনার পর গত সপ্তাহে দ্য মর্নিং হোস্টের ভূমিকা ছেড়ে দেন তিনি।
তবে স্কোফিল্ড জানান, শো থেকে তার প্রস্থানের সঙ্গে উইলোবির কোনো সম্পর্ক নেই।
স্কোফিল্ডের সম্পর্কের এই ঘটনার পর ট্যালেন্ট এজেন্সি ওয়াইএমইউও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
স্কোফিল্ড বলেন, ‘ওয়াইএমইউ এর সঙ্গে আমি ৩৫ বছর স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি তারপরও আমি অবিলম্বে তাদের প্রতিনিধিত্ব থেকে সরে যেতে রাজি হয়েছি, এটিই সবচেয়ে বড় কষ্টের ব্যাপার।’
স্কোফিল্ড ২০০২ সাল থেকে আইটিভির জনপ্রিয় শো দিস মর্নিং উপস্থাপনা করছিলেন।