রয়টার্সের প্রতিবেদন
ইরান সীমান্তে উড়ছে তুরস্কের বিমান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৯ ২০২৫, ১১:২৩ হালনাগাদ: ডিসেম্বর ৯ ২০২৫, ১৭:৫৬

তুরস্কের যুদ্ধবিমান কান। ছবি: উইকিমিডিয়া কমন্স

তুরস্কের যুদ্ধবিমান কান। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রয়টার্সকে জানায়, নিজস্ব রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে কয়েক স্তরের ও সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি অব্যাহত রেখেছে তুরস্ক। এর লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি উচ্চ পর্যায়ে রাখা।

ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ অব্যাহত থাকার মধ্যে ইরান সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ইরান সীমান্তে লোকজনের চলাচলে অনিয়মিত কিছু পায়নি আঙ্কারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রয়টার্সকে আরও জানায়, নিজস্ব রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে কয়েক স্তরের ও সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি অব্যাহত রেখেছে তুরস্ক। এর লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি উচ্চ পর্যায়ে রাখা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রতিবেশী ইরানের ওপর হামলার পর তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বিমান আকাশে উড্ডয়ন করেছে। আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কা থেকে বিমানটি সীমান্তে টহল অব্যাহত রেখেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত শঙ্কাকে সত্যি করে শুক্রবার শুরুর সময়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই রাষ্ট্র।

ইসরায়েল বৃহস্পতিবার ইরানের ভারী পানির একটি রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে। একই দিন ইসরায়েলের দিকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।