দম্পতির এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
তবে বেজোস-সানচেযের বিয়ের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
তাদের সম্পর্কের বিষয়টি ২০১৯ সালে প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু জানাননি সানচেয-বেজোস যুগল।
সানচেয একজন সমাজসেবী। এর আগে তিনি হলিউড এযেন্ট প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে ঘর করেছেন; তাদের রয়েছে তিন সন্তান। এ দম্পতির ১৩ বছরের সম্পর্ক ইতি হয় ২০১৯ সালে।
বেজোস এর আগে ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ২৫ বছর সংসার করেছেন। তাদের রয়েছে চার সন্তান।