প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদটিতে বিস্ফোরণের পর ওই এলাকায় গুলির শব্দ শোনা যায়।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রাদেশিক রাজধানী ফইজাবাদে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় তালেবান তথ্যপ্রধান মুইজুদ্দিন আহমাদি বলেন, দেশটির মসজিদে বিস্ফোরণে কতজন নিহত হয়েছে সেটি স্পষ্ট নয়, তবে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
দুটি সূত্রের বরাতে বিবিসি জানায়, এ হামলায় দুই স্থানীয় তালেবান কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন উত্তর বাঘলান প্রদেশের সাবেক পুলিশ কমান্ডার সাইফুল্লাহ সামিম।
আইইএ এর স্বররাষ্ট্র মন্ত্রণালয় বোমা হামলার পর এক বিবৃতিতে বর্বর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
মসজিদটিতে শোকার্তরা বাদাখশানের তালেবান ডেপুটি গভর্নর মৌলভি আহমাদির দাফনে যোগ দিয়েছিলেন। গত মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার পথে গাড়িতে বোমা হামলায় নিহত হন আহমাদি। তার মৃত্যুর দায় স্বীকার করেছিল আইএস।