নিউ ইয়র্কে ৯৫ ডিগ্রি তাপমাত্রা দিল ১০৭ ডিগ্রির অনুভূতি

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: জুলাই ২৫ ২০২৫, ২৩:২৭ হালনাগাদ: নভেম্বর ২৭ ২০২৫, ৬:৪৯

গরমে শরীর ঠান্ডা করার চেষ্টা নিউ ইয়র্ক সিটির এ বাসিন্দাদের। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

গরমে শরীর ঠান্ডা করার চেষ্টা নিউ ইয়র্ক সিটির এ বাসিন্দাদের। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

সিটিতে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয়েছে ১০৭ ডিগ্রি ফারেনহাইট। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া কর্মজীবী মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন পর্যটকরাও।

তীব্র দাবদাহের কবলে পড়ে বেহাল নিউ ইয়র্ক স্টেইটের জনজীবন।

সিটিতে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয়েছে ১০৭ ডিগ্রি ফারেনহাইট। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া কর্মজীবী মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন পর্যটকরাও।

গেল মাসে রেকর্ড তাপপ্রবাহের পর কিছুটা বিরতি দিয়ে আবারও তীব্র গরমের কবলে পড়েছেন নিউ ইয়র্কাররা। শুক্রবার সিটির ব্যস্ততম টাইমস স্কয়ারে বেড়াতে আসা পর্যটকরা পড়েন চরম বিপাকে।

ওই এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯৫ ডিগ্রি ফারেনহাইট, যা অনুভূত হয়েছে ১০৭ ডিগ্রি ফারেনহাইট। ব্রডওয়ে শো দেখতে আসা পর্যটকদের অনেকের কাছেই অপ্রত্যাশিত এ তাপমাত্রা।

টিকিট কেটে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যারা অপেক্ষা করছেন, তাদের অনেকের হাতেই দেখা যায় পোর্টেবল ফ্যান।

মাথায় হ্যাট পড়ে কিছুটা দাবদাহ থেকে রক্ষা পাওয়ার চেষ্টার পাশাপাশি অনেককে হাতের কাছে যা পেয়েছেন, তা দিয়েই বাতাস করতে দেখা যায়।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ মৌসুমে দেশের দুই ডজনের বেশি সিটি তাদের ইতিহাসে সর্বোচ্চ তাপপ্রবাহের কবলে পড়েছে। গড়ে তাপমাত্রা বেড়েছে ১ থেকে ৩ ডিগ্রি করে, তবে সুখবর হলো সাপ্তাহিক ছুটির দুই দিন শনি ও রবিবার এ তাপমাত্রা কমে আসবে।

নিউ ইয়র্কে শনিবার গড়ে তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৮৩ ও ৮৪ ডিগ্রি ফারেনহাইট।