ক্যানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৩, ২১:১২

কারবেরির দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

কারবেরির দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

  • 0

ক্যানাডার ম্যানিটোবা স্টেইটে কারবেরি শহরের হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাস ও সেমি-ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশ (আরসিএমপি) ।

ক্যানাডা সময় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আরসিএমপি। দুর্ঘটনাটি ঘটেছে উইনিপেগ থেকে দুই ঘণ্টার দূরত্ব থাকা কারবেরির ট্র্যানস ক্যানাডা হাইওয়ে ও হাইওয়ে ফাইভের ইন্টারসেকশনে।

আরসিএমপির কমান্ডিং অফিসার রব হিল সিটিভি নিউজ উইনিপেগকে বলেন, একটি যাত্রীবাহী ট্র্যানসিট বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বাসযাত্রীদের অধিকাংশই ছিলেন বয়স্ক নাগরিক। এতে ১৫ জন নিহত হয়েছেন। আহত ১০জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ এখনও হতাহতদের পরিচয় প্রকাশ করেনি। হাইওয়েটি বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া দুটি বাহন দেখেছেন। ট্রাকের পেছন থেকে ধোঁয়া বের হচ্ছিল ও ট্র্যানসিট বাসে আগুন ধরে গিয়েছিল বলছেন অনেকে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্দেশে শোকবার্তা দিয়েছেন ম্যানিটোবার প্রিমিয়ার হিদার স্টেফানসন।

তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে। কারবেরির কাছে এ দুর্ঘটনায় আক্রান্তদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

স্টেফানসন আরও জানান, দুর্ঘটনায় হতাহতদের সম্মানে ম্যানিটোবার সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত থাকবে।


0 মন্তব্য

মন্তব্য করুন