কাতারে স্থায়ী বসবাসের সুযোগ নেবেন কীভাবে?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭ ২০২৫, ৯:১৬

বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে কাতারে বসবাসের সুযোগ। ছবি: টাইমস অব ইন্ডিয়া

বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে কাতারে বসবাসের সুযোগ। ছবি: টাইমস অব ইন্ডিয়া

  • 0

এ নীতির আওতায় বিদেশি নাগরিকরা স্থানীয় স্পনসর ছাড়াই কাতারে বসবাস, কাজ, বিনিয়োগ এবং সরকারি পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন।

বিভিন্ন দেশের নাগরিকদের স্থায়ীভাবে কাতারে বসবাসের সুযোগ দিচ্ছে কাতার সরকার। দেশটির স্থায়ী আবাসিক কর্মসূচির আওতায় যে কেউ কাতারে দীর্ঘমেয়াদে থাকার জন্য আবেদন করতে পারবেন।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দক্ষ প্রবাসীদের কাতারে স্থায়ী করতে এই সুবিধা চালু করেছে কাতার কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়(এমওআই) কর্তৃক জারিকৃত ২০১৮ সালের আইন নং (১০) এর অধীনে বছরে ১০০ জনকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় দেশটি।

এই নীতির আওতায় বাছাইকৃত বিদেশি নাগরিকরা স্থানীয় স্পনসর ছাড়াই কাতারে বসবাস, কাজ, বিনিয়োগ এবং সরকারি পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন।

এ সুবিধার জন্য যোগ্য হিসেবে কারা বিবেচিত হবে:

সাধারণ নিয়ম অনুযায়ী যোগ্য আবেদনকারীদের মধ্যে এমন প্রবাসীরা অন্তর্ভুক্ত যারা কমপক্ষে ২০ বছর ধরে কাতারে বৈধভাবে বসবাস করেছেন। কাতারে জন্মগ্রহণ করলে দেশটিতে টানা ১০ বছর থাকতে হবে। তবে প্রতিবছর কাতারে ৬০ দিনের বেশি অনুপস্থিত থাকা উচিত নয়।

আবেদনকারীকে অবশ্যই পর্যাপ্ত আয়ের প্রমাণ দেখাতে হবে। যেমন, সরকারি কর্মচারীদের জন্য মাসিক ২০,০০০ কিউআর অথবা বেসরকারি খাতের জন্য মাসিক ৩০,০০০ কিউআর।

অপরাধমূলক কোন রেকর্ড থাকলে আবেদন করা যাবে না। এবং আবেদনকারীর আরবি ভাষার দক্ষতা অর্জনের সার্টিফিকেশন প্রদর্শন করতে হবে।

ব্যতিক্রম হিসেবে যেসব কাতারি নারীরা নন-কাতারি ব্যক্তিদের বিয়ে করেছেন সে নারীর সন্তান, কাতারি নাগরিকদের স্বামী বা স্ত্রী এবং উল্লেখযোগ্য অবদান বা ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা বসবাস এবং আয়ের সময়কালের বাধ্যবাধকতা মুক্ত থাকবেন। তাদের অনুমোদনের বিষয়টি এমওআই কমিটির ওপর নির্ভর করবে।

এ ছাড়া কাতারি রিয়েল এস্টেট বা অন্য ব্যবসায় অর্থ বিনিয়োগের মাধ্যমে দেশটিতে বসবাসের অনুমতি দেয়া হয়।

সেক্ষেত্রে অনুমোদিত ফ্রিহোল্ড জোন যেমন- দ্য পার্ল, লুসাইল সিটি, ওয়েস্ট বেতে ১ মিলিয়ন অ্যামেরিকান ডলার (কিউআর ৩.৬৫ মিলিয়ন) বিনিয়োগের মাধ্যমে সরাসরি স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে।

এ ছাড়া ২০০,০০০ অ্যামেরিকান ডলার (৭২৮,০০০ কিউআর) বিনিয়োগের মাধ্যমে দেশটিতে পাঁচ বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়।

স্থায়ী বাসিন্দারা কাতারে কোন স্থানীয় অংশীদারের প্রয়োজন ছাড়াই কোম্পানি শুরু করতে বা সম্পূর্ণ মালিকানা পেতে পারেন।

মূলত বিদেশি বিনিয়োগকারী বিশেষ করে কাতার ভিশন ২০৩০ অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রলোতে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এধরনের নীতি তৈরি করেছে কাতার।

শুধু স্থায়ী বসবাস নয় সে সাথে বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন স্থায়ী বাসিন্দারা।

এসব সুবিধাগুলোর মধ্যে রয়েছে:

ভ্রমণ স্বাধীনতা- স্থায়ী বাসিন্দাদের কাতার থেকে বের হতে বা পুনরায় প্রবেশের জন্য নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন নেই।

সরকারি পরিষেবা- পার্মানেন্ট রেসিডেন্স বা পিআরধারীরা কাতারের স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা পেতে পারেন এবং সন্তানদের পাবলিক স্কুলে ভর্তি করতে পারবেন।

সম্পত্তির মালিকানা- পিআরধারীদের নির্ধারিত ফ্রিহোল্ড জোনে সম্পত্তির মালিকানা গ্রহণের অনুমতি দেয় কাতার। ফলে বসবাসের অনুমতির পাশপাশি রিয়েল এস্টেট বিনিয়োগের ক্ষেত্রেও অগ্রাধিকার পাওয়া যাবে।

ব্যবসায়িক অধিকার- পিআরধারীরা বিদেশী মালিকানাধীন কোম্পানি নিবন্ধন করতে পারেন। ফলে কাতারি শেয়ারহোল্ডারের প্রয়োজন ছাড়াই তারা তাদের কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেন। যা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী সুবিধা।

কিভাবে আবেদন করবেন:

কাতারে স্থায়ী বসবাসের সুবিধার জন্য আবেদনকারীরা তাদের কিউআইডি স্ট্যাটাস এবং আবাসিক রেকর্ড ব্যবহার করে এমওআই এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে যোগ্যতা যাচাই করতে পারবেন।

যোগ্যতা যাচাই শেষে যোগ্য ব্যক্তিরা এমওআই পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় নথিগুলো জমা দিয়ে আবেদন করতে পারেন।

নথিগুলোর মধ্যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, বসবাসের প্রমাণপত্র, আয় যাচাইকরণ, আরবি দক্ষতার সনদপত্র পাসপোর্ট এবং কিউআইডি কপি উল্লেখযোগ্য।

পিআর কার্ড এক বা তিন বছরের জন্য জারি করা হয়, যা এমওআইতে জমা দেওয়ার মাধ্যমে নবায়নযোগ্য।

স্থায়ী বাসিন্দারা কাতারের বাইরে ছয় মাসেরও বেশি সময় ধরে থাকতে পারেন। কোনও অবস্থাতেই তাদের পিআর কার্ড বাতিল করা যাবে না। তবে, আবেদনের পর ছয় মাসের বেশি অনুপস্থিত থাকলে এমওআই এর বিবেচনার ভিত্তিতে বসবাসের সময়কাল পুনর্নির্ধারণ করা যেতে পারে।

পিআর কার্ড বাতিল বা প্রত্যাহার করা হতে পারে যদি –

পিআর কার্ড পাওয়া ব্যক্তি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হন, কিংবা তার আয়ের মানদণ্ড পুরণে সক্ষম না হন অথবা প্রয়োজনে আরবি দক্ষতা বজায় রাখা বা নবায়ন করা না হয়।

আর এসব কিছুই জনস্বার্থের মানদণ্ডের ভিত্তিতে সরকারি সিদ্ধান্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করে।

তবে স্থায়ী বসবাসের অনুমতির অর্থ কাতারি নাগরিকত্ব পাওয়া নয়। এটি কেবল নির্দিষ্ট অধিকার এবং সুযোগ-সুবিধাসহ দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ প্রদান করে।