
সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে ডনাল্ড ট্রাম্পের বাগবিতণ্ডা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: মে ২২ ২০২৫, ২:০৫
.jpg)
ছবিঃ সংগৃহীত
- 0
সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর গণহত্যা চালানো হচ্ছে, এমন অভিযোগ তুলে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফাসোর সঙ্গে, বুধবার ওভাল অফিসে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সাউথ আফ্রিকার ৫৯ জন শ্বেতাঙ্গ শরণার্থীকে ট্রাম্প প্রশাসন আশ্রয় দেয়ার ঠিক দশ দিনের মাথায়, ওয়াশিংটন সফরে আসেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বুধবার হোয়াইট হাউযে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
পরে ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই নেতা। রামাফোসা অ্যামেরিকার সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি, অ্যামেরিকাকে সাউথ আফ্রিকার বিরল খনিজো দেয়ার প্রস্তাব রাখেন তিনি।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণভাবে শুরু হলেও, দ্রুতই অন্য দিকে মোড় নেয়। ট্রাম্প অভিযোগ তোলেন, সাউথ আফ্রিকার পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। বৈঠকের উদ্দেশ্যও মূলত সেটাই।
তিনি বলেন, বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে নিয়ে কথা বলার আগে এ বিষয়ে সাউথ আফ্রিকার কাছ থেকে ব্যাখ্যা আশা করেন তিনি।
এসময় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন রাখেন সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর গণহত্যা চালানো হচ্ছে না, এটা বিশ্বাস করার জন্য তার কী প্রয়োজন? রামাফোসা রসিকতা কোরে বলেন, তিনি ট্রাম্পের হয়ে জবাব দিতে পারেন।
রামাফোসা বলেন, ট্রাম্পকে সাউথ আফ্রিকার মানুষের কথা শুনতে হবে। যদি তাঁর দেশে সত্যিই কৃষক গণহত্যা হতো, তাহলে তাঁর প্রতিনিধি দলে কোনো শ্বেতাঙ্গ থাকতেন না।
এসময় ট্রাম্প তাঁর তোলা অভিযোগের পক্ষে একটি ভিডিও এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরনে।
ভিডিওতে সাউথ আফ্রিকার পার্লামেন্টে এক কৃষ্ণাঙ্গ নেতাকে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। এ বিষয়ে ব্যাখ্যা রামাফোসা বলেন, ওই আইনপ্রণেতার বক্তব্য তাঁর সরকারের সর্ম্পূর্ণ বিপরীত।
ট্রাম্প আরো অভিযোগ করেন, সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি দখল ও তাদের হত্যার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছে রামাফোসার সরকার।
রামাফোসা তাঁর দেশে অপরাধের কথা স্বীকার করেন। তবে, শ্বেতাঙ্গদের লক্ষ্যবস্তু করার অভিযোগ উড়িয়ে দেন। এ নিয়ে দীর্ঘ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে।
গাযায় গণহত্যার অভিযোগে ইযরায়েলের বিরুদ্ধে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে সাউথ আফ্রিকার দায়ের করা মামলা প্রত্যাহার করা উচিত কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি সাউথ আফ্রিকার কাছে কিছুই আশা করেন না।
বৈঠকে ট্রাম্প বলেন, রামাফোসা কিছু মহলে খুব সম্মানিত হলেও। অন্যান্য মহলে তা নন। ট্রাম্পকে নিয়ে রসিকতা করতে পিছপা হননি রামাফোসাও।