থ্রেডসের ফাঁদে পা দিয়ে কি ইন্সটা হারাতে চান?

টিবিএন ডেস্ক

জুলাই ৮ ২০২৩, ২২:১৫

থ্রেডস অ্যাকাউন্ট ডিলিটে হারাচ্ছে ইন্সটাগ্রাম। ছবি: সংগৃহীত

থ্রেডস অ্যাকাউন্ট ডিলিটে হারাচ্ছে ইন্সটাগ্রাম। ছবি: সংগৃহীত

  • 0

ফেসবুক, ইন্সটাগ্রামের মূল সংস্থা মেটার নতুন অ্যাপ ‘থ্রেডস’ চালু হওয়ার তিন দিনেই বিতর্ক ছড়াতে শুরু করেছে।

‘টুইটার-কিলার’ নামে পরিচিতি পাওয়া মাইক্রো-ব্লগিং অ্যাপটি প্রথম ২৪ ঘণ্টায়ই ৫০ মিলিয়ন সাইনআপ পূর্ণ করে। তবে বিপত্তি বাঁধে যখন কিছু ব্যবহারকারী তাদের থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে যান। দেখা যায়, থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে গেলে ওই ব্যবহারকারীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যাচ্ছে।

মেটার পক্ষ থেকে অ্যাপস্টোরে থ্রেডসের বর্ণনায় বলা হয়েছিল, অ্যাপটির জন্য ভিন্ন সাইনআপের প্রয়োজন নেই। ব্যবহারকারীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেই থ্রেডস লগইন করা যাবে।

মিলিয়ন মিলিয়ন ইন্সটাগ্রাম ফলোয়ার সম্বলিত ব্যবহারকারীরা থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে গিয়ে ভড়কে গেছেন। থ্রেডসের পক্ষ থেকে অ্যাকাউন্ট ডিলিটের সতর্কবার্তায় জানানো হয়, একই সঙ্গে তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যাবে।

একজন ইন্সটাগ্রাম ব্যবহারকারী চাইলেই একটি পোস্ট মুছে ফেলতে পারেন বা প্রোফাইলকে ব্যক্তিগত অথবা উন্মুক্ত হিসেবে নির্ধারণ করে দিতে পারেন। কোনো ব্যবহারকারী চাইলে ভিন্ন কোনো প্রোফাইল ব্লক করারও ক্ষমতা রাখেন।

থ্রেডস ফিচারের তীব্র সমালোচনা চলছে প্রতিপক্ষ ইলন মাস্কের টুইটারে। এমনকি টুইটার ও থ্রেডস উভয় অ্যাপ ব্যবহারকারী একজন টুইট করে বলেন, ‘স ট্র্যাপে’ ফেলেছে থ্রেডস।

থ্রেডসের ব্যবহারকারীরা লিখেছেন, ‘আমরা কি ইন্সটাগ্রাম ডিলিট না করে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে পারি না? তারা (মেটা) জানত ব্যবহারকারীরা এই ফিচারকে অপছন্দ করবে। তাই তারা ফাঁদ পেতেছে।’

একজন ব্যবহারকারী বলেন, ‘আমি থ্রেডস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছি। কিন্তু দেখলাম একেবারে সেটি ডিলিট করতে পারব না। ডিলিট করতে গেলে *আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে* আমার মনে হয় সাইনআপ না করাই ভালো।’

আরেক ব্যবহারকারী বলেন, ‘যদি আমি জানতাম এমন হবে! ধরুন, আমার মনে হল অ্যাপটি আমি আর চাচ্ছি না, এটি আমি ডিলিট করে দেবো। তারপর দেখলাম আমাকে সে অধিকার দেয়া হয়নি। একই সঙ্গে আমার ভিন্ন একটি অ্যাপও হারিয়ে যাচ্ছে।’

তবে মেটা থ্রেডসের সাপ্লিমেন্টাল প্রাইভেসি পলিসিতে এমন ইঙ্গিত আগে থেকেই দেয়া ছিল। তাতে বলা আছে, ‘আপনি চাইলে যেকোনো মুহূর্তে থ্রেডস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তবে অ্যাকাউন্ট ডিলিট করলে একই সঙ্গে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যাবে।’

বেশিরভাগ থ্রেডস ব্যবহারকারীই সম্পূর্ণ প্রাইভেসি পলেসি না পড়ে সাইনআপ করায় ভুক্তভোগী হয়েছেন।

একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘থ্রেডসকে সতর্কতার জন্য ধন্যবাদ। আমি কখনোই থ্রেডস অ্যাকাউন্ট তৈরি করবো না।’

মেটাবিরোধীরা দাবি করেছেন, তারা একেবারেই আশ্চর্য নন। দীর্ঘদিন ধরেই ফেসবুকের মূল সংস্থা মেটা ব্যবহারকারীদের ফাঁদে ফেলে হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামে ব্যবহারকারীদের ধরে রাখছে। ফেসবুককে বহু বছর আগেই ভেঙে ফেলা উচিত ছিল।

থ্রেডস-ইন্সটাগ্রাম উন্মাদনার ভেতর ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ফিচারটির বিষয়ে কথা বলতে থ্রেডস অফিসে গিয়েছিলেন।

তিনি একটি পোস্টে বলেন, ‘আমি আপনাদের কাছে থেকে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করার বিষয়ে কিছু প্রশ্ন পেয়েছি। আমি স্পষ্ট করতে চাই, আপনি আপনার থ্রেডস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করতে পারেন। এর মাধ্যমে আপনার থ্রেডস প্রোফাইল ও আপনার থ্রেডের সব ধরনের বিষয়বস্তু লুকিয়ে রাখা হবে। আপনি চাইলে থ্রেডস প্রোফাইলকেও ইন্সটাগ্রামের মতোই ব্যক্তিগত হিসেবে সেট করতে পারেন। আপনার থ্রেডস পোস্টগুলোও মুছে ফেলার ক্ষমতা আছে। এই ফিচারগুলোর জন্য আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হবে না।’

ওই পোস্টে তিনি আরও বলেন, ‘থ্রেডস ইন্সটাগ্রাম দ্বারা পরিচালিত। তাই এই মুহূর্তে আমরা থ্রেডস ও ইন্সটাগ্রামকে একই অ্যাকাউন্ট হিসেবে গণ্য করছি। তবে আপনার থ্রেডস অ্যাকাউন্ট আলাদাভাবে ডিলিট করার উপায় খুঁজছেন আমাদের ডেভেলপাররা।’

একটি আলাদা পোস্টে মোসেরি জানান, থ্রেডসে এখনও যেসব সুবিধা ও ফিচার যোগ করা হয়নি তা নিয়ে কাজ করা হচ্ছে। ব্যবহারকারীদের মূল্যায়নের ভিত্তিতে অন্য ফিচারগুলো যুক্ত করতে ‘সময় লাগবে’।


0 মন্তব্য

মন্তব্য করুন