এবার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে চায় ইইউ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২০ ২০২৫, ২১:০৭

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাইয়া ক্যালাস। ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাইয়া ক্যালাস। ছবি: রয়টার্স

  • 0

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক ক্যালাস গাজার মানবিক পরিস্থিতি নিয়েও কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাইয়া ক্যালাস জানিয়েছেন, সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মঙ্গলবার সম্মত হয়েছেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা।

ব্রাসেলসে মন্ত্রীদের সঙ্গে আলোচনার পর ক্যালাস বলেন, ‘সিদ্ধান্তটি পরিবর্তনযোগ্য এবং পরিস্থিতির উন্নতির সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ ছাড়া শান্তি সম্ভব নয়। আর আমাদের সরার দরকার একটি স্থিতিশীল সিরিয়া।

‘...আমি মনে করি, আমাদের সিরিয়ার জনগণকে একটা সুযোগ দেওয়া উচিত।’

গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে সব ধরনের অ্যামেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক ক্যালাস গাজার মানবিক পরিস্থিতি নিয়েও কথা বলেন।

তিনি বলেন, গাজার ‘অসহনীয়’ পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি পর্যালোচনা করা হবে।

সম্প্রতি গাজায় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার নতুন করে সামরিক অভিযান শুরু করায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে।

ক্যালাস জানান, গাজার ঘটনাগুলোর আলোকে ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বেশির ভাগ ইসরায়েলের সঙ্গে জোটটির চুক্তি পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন।