সংবাদ সম্মেলন করে বুধবার অ্যালাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সি এই তথ্য জানিয়েছে।
এজেন্সির বরাতে এবিসি নিউজ জানিয়েছে, ১৭ বছরের টায় রেইক ম্যাকালোউ ও ১৬ বছরের ট্র্যাভিস ম্যাকালোউকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।
তারা দুজন ভাই বলে জানিয়েছে সিবিএস নিউজ।
তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য বা গুলি চালানোর মোটিভ সম্পর্কে কিছু জানাননি কর্মকর্তারা। আরও তদন্ত হবে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত এক প্রসিকিউটর জানান, দুই কিশোরকে প্রাপ্তবয়স্কের হিসেবেই অভিযুক্ত করা হয়েছে।
ডেডভিলে ম্যাহোগ্যানি মাস্টারপিস নামের একটি ডান্স স্টুডিওতে শনিবার রাতে এক কিশোরির ১৬তম জন্মদিনের পার্টি চলছিল। ডেডভিল পুলিশ রাত সাড়ে ১০টার দিকে গুলির খবর পেয়ে সেখানে যায়।
পরে পুলিশ নিশ্চিত করে, পার্টিতে প্রবেশ করে একজন গুলি চালায়। এতে ৪ জন নিহত ও ২৮ জন আহত হন।
হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ট্যাল্লাপুসা কাউন্টি করোনার মাউক নক্স জানান, নিহতরা হলেন ২৩ বছরের করবিন ড্যাহমন্টেরি হলস্টোন, ১৯ বছরের ম্যারসিয়াহ ইম্যান্যুয়েল কলিনস, ১৮ বছরের ফিলস্ট্যাভিয়াস ডওডেল ও ১৭ বছরের শওয়াঙ্কিভিয়া নিকোল স্মিদ।
এর মধ্যে ডওডেল ও স্মিধ ডেডভিল হাইস্কুলে পড়তেন। ডওডেল স্কুলে ফিল নামে পরিচিত ছিলেন। ফুটবল প্লেয়ার হিসেবে এলাকায় তার ছিল তারকাখ্যাতি।
বিবিসির প্রতিবেদন বলছে, ফিলের বোনেরই জন্মদিনের পার্টি চলছিল ঘটনাস্থলে।
তার কোচ রজার ম্যাকডওডেল এবিসি নিউযকে জানান, হাইস্কুল শেষে জ্যাকসনভিল স্টেইট ইউনিভার্সিটিতে ফুটবলের ওপর স্কলারশিপ নেয়ার পরিকল্পনা ছিল ফিলের।
তার মা-ও ওই পার্টিতে ছিলেন। দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি চিকিৎসাধীন।
তার আরেক কোচ মিশেল টেইলর সিএনএনকে জানান, ঘটনার সপ্তাহখানেক আগে ফিল তাকে অনুরোধ করে বলেছিলেন, ‘আমার যদি কিছু হয়ে যায়, আমার দুই বোনের খেয়াল রাখবেন।’