সৃজিতের ‘দশম অবতারে’ জয়া

টিবিএন ডেস্ক

জুলাই ২০ ২০২৩, ১১:৫২

‘দশম অবতার’ এর লোগো উন্মোচন অনুষ্ঠানে জয়া আহসান। ছবি: সংগৃহীত

‘দশম অবতার’ এর লোগো উন্মোচন অনুষ্ঠানে জয়া আহসান। ছবি: সংগৃহীত

  • 0

কয়েক মাস আগেই গুঞ্জন উঠেছিল আবারও কোলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সিনেমায় দেখা যাবে জয়া আহসানকে। সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সৃজিতের ‘দশম অবতার’-এ অভিনয় করছেন জয়া।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন কোলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তসহ অনেকে।

জয়া আহসান তার ফেসবুকে সিনেমার নামের লোগো উন্মোচন অনুষ্ঠানের ছবি প্রকাশ করে খবরটিকে পাকাপোক্ত করেছেন। সেখানে দেখা যায়, কোলকাতার সব নামজাদা তারকাদের সঙ্গে বাংলাদেশের জয়া আহসানকে।

অন্যদিকে কোলকাতার সংবাদমাধ্যমকে সৃজিত বলেন, জয়াকে কাস্ট করার অনেক কারণ রয়েছে। প্রথম তিনি সময় দিতে পারছেন। এ ছাড়া তার অভিনয় দক্ষতা ও শেষ কয়েক বছরের পারফর্মেন্স বিবেচনায় নেয়া হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন