এআই আনছে লেননের কণ্ঠে বিটলসের শেষ গান!

টিবিএন ডেস্ক

জুন ১৩ ২০২৩, ১৫:৫৭

দ্য বিটলস ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

দ্য বিটলস ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

  • 0

সাবেক ব্রিটিশ রক ব্যান্ড বিটলস-এর একটি গানে আর্টিফিশিয়াল ইন্টেলিযেন্স (এআই) ব্যবহার করেছেন ব্যান্ডটির সহ-প্রতিষ্ঠাতা পল ম্যাকার্টনি। এটিকে তিনি বিটলস-এর ‘শেষ রেকর্ড’ হিসেবে অভিহিত করেছেন।

বিবিসি রেডিও ফোরের প্রোগ্রামে ম্যাকার্টনি জানান, গানটি করতে এআইয়ের মাধ্যমে তিনি পুরনো একটি ডেমো থেকে ব্যান্ডটির প্রয়াত সদস্য জন লেননের কণ্ঠ ব্যবহার করেন।

তিনি বলেন, ‘সবেমাত্র এটি আমরা শেষ করেছি। গানটি এ বছরই মুক্তি পাবে।’

গানের নামকরণ নিয়ে কিছু জানাননি পল। তবে ধারণা করা হচ্ছে, এটি লেননের ১৯৭৮ সালে কম্পোজিশন করা গান ‘নাও অ্যান্ড দেন।’ এর আগে ১৯৯৫ সালে বিটেলসের সম্ভাব্য ‘পুনর্মিলনী গান’ হিসেবে বিবেচিত হয়েছিল এটি।

স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে জন লেনন। ছবি: সংগৃহীত

এক বছর আগে লেননের স্ত্রী ইয়োকো ওনোর কাছ থেকে ডেমোটি পেয়েছিলেন পল। এটি ‘ফর পল’ নামে লেবেলযুক্ত ক্যাসেটের কয়েকটি গানের একটি। মৃত্যুর আগে লেনন তার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের পিয়ানোতে বসে গানগুলো রেকর্ড করেন।


0 মন্তব্য

মন্তব্য করুন