পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে এসেছে এক গুরুত্বপূর্ণ বার্তা আর তা হলো ‘সংঘর্ষ নয়, স্থিতিশীলতা’।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এবং এর কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না। কূটনৈতিক ও সামরিক দুই পর্যায়েই শান্তিপূর্ণ অবস্থানের বার্তা দিয়ে এক নতুন কৌশলগত পথ অনুসরণ করছে দিল্লি।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এবং এটি অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
খবরে বলা হয়, গত ১২ মে অনুষ্ঠিত ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) স্তরের আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে এবং এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা।
এর আগে, ১০ মে থেকে শুরু হওয়া চার দিনের সামরিক উত্তেজনার পর, অ্যামেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ট্রাম্পের এ যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর ১২ মে দুই দেশের ডিজিএমওদের মধ্যে হটলাইনে আলোচনা হয়। সেখানে এ যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে সম্মতি হয়।
ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট করেছে যে, রবিবার কোনো নতুন ডিজিএমও স্তরের আলোচনা নির্ধারিত ছিল না। যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে যে জল্পনা চলছে, তা ভিত্তিহীন বলেও জানায় ভারতীয় সেনাবাহিনী।
এ ঘোষণার মাধ্যমে ভারত ও পাকিস্তান উভয়ই সীমান্তে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।