রাশিয়া ও ভারতের রাষ্ট্র ও সরকারপ্রধানকে পাশাপাশি রেখে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির নতুন ব্যবস্থা গড়ে তোলায় সোমবার জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।
চীনের বন্দরনগরী তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গেনাইজেশন-এসসিওর শীর্ষ সম্মেলনে নিজের এ লক্ষ্যের কথা জানান পূর্ব এশিয়ার বৈশ্বিক পরাশক্তিটির সর্বোচ্চ কর্মকর্তা।
সম্মেলনে শি এমন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দেন, যেটি গ্লোবাল সাউথ তথা স্বল্পোন্নত ও ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতা থাকা দেশগুলোকে অগ্রাধিকার দেয়।
তার এ বক্তব্যকে অ্যামেরিকার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে রয়টার্স।
অ্যামেরিকা ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির দিকে ইঙ্গিত করে শি বলেন, ‘আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে আমাদের অবশ্যই অব্যাহত পরিষ্কার অবস্থান নিতে হবে। একই সঙ্গে সত্যিকার অর্থে বহুপাক্ষিকতার চর্চা করতে হবে।
‘বৈশ্বিক শাসন নতুন মোড়ে পৌঁছেছে।’
চীন সমর্থিত উদ্যোগ এসসিওর সম্মেলনে পশ্চিমা নয়, এমন দেশগুলোর ২০ জনের বেশি নেতা অংশ নেন। এবারের সম্মেলনে নতুন মাত্রা যোগ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ।
ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে সম্মেলন শুরুর আগে করমর্দন করতে দেখা যায় পুতিন ও মোদিকে। পরে তারা আনন্দের সঙ্গে হেঁটে যান শির দিকে।
বিশ্বের প্রভাবশালী তিন দেশের নেতাত্রয়ী পাশাপাশি দাঁড়ান, যে সময় তাদের পাশে ছিলেন দোভাষীরা।
তিন নেতার এমন উষ্ণতার প্রদর্শন সাজানো নাকি স্বতঃস্ফূর্ত, সেটি আসলে বিষয় নয় বলে মত দেন গবেষণা সংস্থা চায়না-গ্লোবাল সাউথ প্রজেক্টের এডিটর-ইন-চিফ এরিক ওল্যান্ডার।
তার ভাষ্য, অ্যামেরিকার প্রেসিডেন্ট ও তার অনুগত সঙ্গীরা যদি ভেবে থাকেন শুল্কের মাধ্যমে চীন, ভারত কিংবা রাশিয়াকে পদানত করা যাবে, তাহলে তিন নেতার মুখোমুখি হওয়া বলছে ভিন্ন কথা।