ট্রাম্পকে ৫ লক্ষাধিক অভিবাসী বিতাড়নের সুযোগ করে দিল সুপ্রিম কোর্ট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৩০ ২০২৫, ২০:০৮

সুপ্রিম কোর্ট ভবন। ফাইল ছবি

সুপ্রিম কোর্ট ভবন। ফাইল ছবি

  • 0

সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে নিম্ন আদালতে মামলা বিচারাধীন থাকার পরও নীতি পরিবর্তন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ট্রাম্প প্রশাসন।

কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীর মানবিক প্যারোল সুনিশ্চিতভাবে বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন শুক্রবার মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।

এবিসি নিউজের খবরে জানানো হয়, ট্রাম্প প্রশাসনের আকস্মিক নীতি পরিবর্তন আটকে দিয়ে নিম্ন আদালত যে রায় দিয়েছিল, সেটি স্থগিত করেছে সর্বোচ্চ আদালত। যদিও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি সুপ্রিম কোর্ট।

এর আগে দেশগুলোর অভিবাসীদের জন্য যে সুরক্ষা দিয়েছিল জো বাইডেন প্রশাসন, সেটি মার্চে বাতিল করে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। অন্য কোনো কর্মসূচির আওতায় আইনি সুরক্ষা না থাকলে এসব অভিবাসীকে অ্যামেরিকা ছাড়তে ৩০ দিনের নোটিশ দেয় ফেডারেল সংস্থাটি।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন বেশ কয়েকজন অভিবাসী। অভিবাসী সুরক্ষা গ্রুপও একই ব্যবস্থা নেয়।

তাদের অভিযোগ, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে সুস্পষ্টভাবে মানবিক সুরক্ষা কেড়ে নেওয়ার স্বাধীনতা দেয় না ফেডারেল আইন। ওই মামলায় অভিবাসীদের পক্ষে রায় দেয় ফেডারেল এক ডিস্ট্রিক্ট কোর্ট।

সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে নিম্ন আদালতে মামলা বিচারাধীন থাকার পরও নীতি পরিবর্তন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ট্রাম্প প্রশাসন।

এ রায়ের বিষয়ে আপত্তি প্রকাশ করেন দুই বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন ও সোনিয়া সোটোমেয়র।