স্বস্তির খোঁজে কোনি আইল্যান্ডে ঢল

টিবিএন ডেস্ক

জুলাই ৭ ২০২৩, ২০:৫৬

কোনি আইল্যান্ডে ঢল। ছবি: টিবিএন

কোনি আইল্যান্ডে ঢল। ছবি: টিবিএন

  • 0

তীব্র গরমে স্বস্তির সমুদ্রস্নানের পাশাপাশি পেট ভরে খাওয়া আর ঘোরাঘুরি উপভোগে নিউ ইয়র্কবাসীর পছন্দ কোনি আইল্যান্ড। আটলান্টিকের পাড়ে বসে সানব্যাথ, পানিতে নেমে দাপাদাপি, বিচসাইড অ্যামিউজমেন্ট পার্ক ও ফুডশপ- পরিবার-বন্ধুদের নিয়ে উপভোগ্য দিন কাটানোর সব ব্যবস্থাই আছে সেখানে। 

বছরজুড়ে কোনি আইল্যান্ডে দর্শনার্থীদের আনাগোনা থাকে। তবে গ্রীষ্ম হয়ে ওঠে জমজমাট। ইস্টার থেকে হ্যালোইনের সময়টা, অথাৎ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত চলে নজরকাড়া মারমেইড প্যারেড, কনসার্ট ও মুভিনাইট।


৩ মাইল দীর্ঘ এই বালুকাবেলায় সবচেয়ে বেশি দেখা যায় শিশুদের কেউ বালু নিয়ে খেলতে ব্যস্ত, কেউ অভিভাবকদের হাত ধরে ছুটছে লুনা পার্কে।

আর কিশোর- তরুণদের দেখা যায় বিচ ভলিবল, হ্যান্ডবল বা বাস্কেটবল খেলতে।

লুনা পার্কটি এক সময় অ্যাস্টরল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে পরিচিত ছিল। কোনি আইল্যান্ডের অন্যতম আকর্ষণ হলো এই অ্যামিউজমেন্ট পার্ক।


কাঠ দিয়ে ১৯২৭ সালের তৈরি রোলার কোস্টার ‘সাইক্লোনকে’ ১৯৯১ সালে ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক হিসেবে ঘোষণা করা হয়।

কোনি অ্যাইল্যান্ডের আরেক অন্যতম আকর্ষণ হলো বিখ্যাত নাথান হট ডগ। বছরে একবার নাথান হটডগ খাওয়ার প্রতিযোগিতাও হয় সেখানে।


তবে এই হটডগের স্বাদ নিতে হলে দাঁড়াতে হবে লম্বা লাইনে।

নিউ ইয়র্ক সিটি থেকে কোনি আইল্যান্ডে যাওয়া যায় সহজেই। ব্রুকলিনের দক্ষিণে আটলান্টিকের পাড়ে গড়ে উঠা এই আইল্যান্ডে যেতে হলে চড়তে হয় ডি-কিউ-এফ-এন ট্রেনে।

সবশেষ স্টেশনে নামলেই স্বাগত জানাবে সমুদ্রের মুক্ত বাতাস।


0 মন্তব্য

মন্তব্য করুন