ঘরে পড়ে ছিল পুলিশ কর্মকর্তা ও বাবার মরদেহ

টিবিএন ডেস্ক

আগস্ট ৩ ২০২৩, ১২:৩৯

ব্রঙ্কসে পুলিশ কর্মকর্তা ও তার বাবার মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত

ব্রঙ্কসে পুলিশ কর্মকর্তা ও তার বাবার মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাড়ি থেকে পুলিশ কর্মকর্তা ও তার বাবার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ধারণা, ছেলেকে গুলি করে হত্যা পর আত্মহত্যা করেছেন বাবা।

ব্রঙ্কসের সাউথভিউ সেকশনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বুধবার এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা হলেন ২৬ বছরের অ্যালেক্সিস মার্টিনেয। তিনি এনওয়াইপিডির নারকোটিকস অফিসার ছিলেন।

পুলিশ জানিয়েছে, দুই মরদেহের মাথায় গুলির চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে।

প্রতিবেশিরা জানিয়েছেন, মার্টিনেযের বাবা ক্যাব চালাতেন। তার মানসিক কিছু অসুস্থতা ছিল বলে জানান স্বজনরা।

পারিবারিক দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা কর্মকর্তাদের। এতে বাইরের কারও কোনো সম্পৃক্ততা নেই। তবে ঘটনার মোটিভ খতিয়ে দেখা হচ্ছে।


0 মন্তব্য

মন্তব্য করুন