পুলিশ অফিসাররা অলিম্পিকের অরগানাইজিং কমিটির সদর দফতর সেন্ট ডেনিসের দ্য অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক কমিটি (সিওজিওপি) ও সোসাইটি ডি লিভারাইসন ডেস ওভারেজ অলিম্পিকের (এসওএলআইডিইও) দুটি অফিসে অনুসন্ধান চালান।
পারকুয়েট ন্যাশনাল ফাইন্যান্সিয়ার (পিএনএফ) জানায়, ফ্রেঞ্চ এন্টি করাপশন এজেন্সি (এএফএ) একটি অডিট করে। অডিটের প্রাথমিক ডেটা দেখে সন্দেহ করা হচ্ছে, আয়োজকেরা পাবলিক তহবিল আত্মসাৎ, পক্ষপাত, সরঞ্জাম কেনাকাটার চুক্তিতে অনিয়ম, বেআইনি সুদগ্রহণের ঘটনা আড়াল করেছেন।
সিওজিওপি ২০১৭ সালে একটি নির্দিষ্ট কোম্পানির সঙ্গে মিলে সরকারি তহবিলের অপব্যবহার, পক্ষপাতিত্ব এবং তথ্য গোপন করে। এরপর ২০২২ সালেও সিওজিওপি এবং এসওএলআইডিইওর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে।
ফ্রান্সের কেন্দ্রীয় কার্যালয় থেকে দুর্নীতি, অর্থ সংক্রান্ত এবং কর অপরাধের জন্য প্রথম অনুসন্ধানটি করা হয়। দ্বিতীয় অনুসন্ধানটি চলছে অর্থনৈতিক অপরাধ দমনের উদ্দেশে।
আয়োজক কমিটি বলেছে, তদন্তে পুলিশকে সব ধরনের সহায়তা করছে তারা।
আগামী অলিম্পিক ২০২৪ সালের ২৬ জুলাইয়ে শুরু হয়ে আগস্টে শেষ হওয়ার কথা। এরপর শুরু হবে প্যারালিম্পিক।