দীর্ঘ ১০ বছর ছিলেন সন্ন্যাসীর ছদ্মবেশে। এরপর বাড়িতে এসেই হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন স্ত্রীকে।
দক্ষিণ দিল্লির নেব সরাইয়ে বুধবার রাতে এ ঘটনা ঘটিয়েছেন প্রমোদ ঝা নামের এক ব্যক্তি।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বুধবার রাত ১২টার পর কিরণ ঝা নামের ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তার প্রতিবেশীরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে হামলার তথ্য পান কর্মকর্তারা। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত প্রমোদ ঝা রাত ১২টা ৫০ মিনিটের দিকে কিরণের বাড়িতে ঢোকেন। ধারণা করা হচ্ছে হামলার পর পালিয়ে যান তিনি।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ৫৫ বছর বয়সী প্রমোদ বিহারের বাসিন্দা। ১০ বছর আগে স্ত্রী কিরণ ঝার কাছ থেকে আলাদা থাকা শুরু করেন তিনি।
গত ১ আগস্ট বিহারের মুঙ্গের জেলায় নিজ গ্রাম থেকে দিল্লিতে ফিরে আসেন প্রমোদ।
পুলিশ জানায়, কিরণ তাদের ছেলে দুর্গেশ ঝা, পুত্রবধূ কমল ঝা ও তাদের নাতনির সঙ্গে থাকতেন। দুর্গেশ বিহারের ধরভাঙ্গায় একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করেন। খুনের সময় তিনি দিল্লিতে ছিলেন না।
ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে।
এ হত্যার কারণ এখনও স্পষ্ট নয়, তবে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান স্থানীয় এক কর্মকর্তা।