গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার আরও কয়েকটি সিনেমা। সব মিলিয়ে এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বরাবরই স্বল্পভাষী হিসেবে পরিচিত জয়া আহসান। এবার মনখুলে নিজের অজানা কথা জানালেন সাম্প্রতিক এক পডকাস্টে। ‘ডিয়ার মা’ ছবির প্রচারণাতে এসে ‘এস সি’ নামের ওই পডকাস্টে জয়া কথা বলেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে।
পডকাস্টের এক পর্যায়ে অবসর সময় নিয়ে প্রশ্ন করা হয় জয়াকে। জবাবে জয়া নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন একজন চাষি হিসেবে। তিনি বলেন, ‘আমি প্রথমে একজন চাষি এরপর একজন অভিনেত্রী।’
পডকাস্টে জয়া জানান, শুধু ভাতের চাল বাদে সবকিছুই তিনি চাষ করছেন। তরমুজ থেকে শুরু করে পারপেল রঙয়ের মিষ্টি আলুও কিংবা মিষ্টি কুমড়া সবই চাষ করেন জয়া।
এমনকি যেকোন দেশে ঘুরতে গেলেও আর সবার মতো ব্যাগ ভর্তি শপিং করেন না দেবী খ্যাত এই অভিনেত্রী। বরং তিনি সাথে করে নিয়ে আসেন বিভিন্ন ধরনের গাছ। কখনও চুরি করে হলেও গাছ তার আনা চাই।
প্রকৃতি ও গাছের প্রতি ভালোবাসার টানে এয়ারপোর্টে ঝামেলা পোহাতে হলেও তা নিয়ে কোন আক্ষেপ নেই এই তারকার। মজার ছলে তাই বলেই ফেললেন নিজের পেশাটা এবার পরিবর্তন করতে চান তিনি। চাষি হিসেবেই পরিচিত হতে চান এই অভিনেত্রী।