সৌদি আরবে ওমরাহর বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

টিবিএন ডেস্ক

মার্চ ২৮ ২০২৩, ১৯:২২

সৌদি আরবে ওমরাহর বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত
  • 0

সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশিসহ অন্তত ২২ ওমরাহ হজযাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৮ জন।

প্রদেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের একটি সেতুতে সোমবার আঘাতের পর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় গাড়িটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে।

সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল আরাবিয়ার বরাতে বিবিসি জানায়, নিহতদের কয়েকজন সৌদি অধিবাসী, বাকিরা বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ পালন করতে তারা মক্কা রওনা করেছিলেন।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. আরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার প্রথম আলো সংবাদপত্রকে বলেন, বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের বিষয়ে খোঁজ–খবর নেয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে ওকাজ পত্রিকার দাবি, গাড়িটির ব্রেকিং সিস্টেমে সমস্যা ছিল।

সৌদি আরবে হজের জন্য প্রতি বছর দুই মিলিয়ন মানুষ সমবেত হন। এবার হজ শুরুর ঠিক তিন মাস আগে দুর্ঘটনাটি ঘটলো।

এর আগে ২০১৯ সালে ওমরাহ পালনের জন্য মদিনা থেকে মক্কা যাওয়ার সময় একটি বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে ৩৫ জন আরব ও এশিয়ান প্রাণ হারান।


0 মন্তব্য

মন্তব্য করুন