ম্যান সিটিকে বিদায় করে আল হিলালের ইতিহাস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১ ২০২৫, ৬:১৪ হালনাগাদ: নভেম্বর ৭ ২০২৫, ১৪:৪৪

জয় উদযাপনে ব্যস্ত আল হিলালের খেলোয়াড়রা। ছবি: সিএনএ

জয় উদযাপনে ব্যস্ত আল হিলালের খেলোয়াড়রা। ছবি: সিএনএ

  • 0

সিটির ফেরার গল্পকে তিন ম্যাচেই থামিয়ে দিল আল হিলাল। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আজ নতুন এক ইতিহাস রচনা করল তারা।

অবিশ্বাস্য এক লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সৌদি ক্লাব আল হিলাল।

গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতা একমাত্র দল ছিল পেপ গার্দিওলার ইউরোপিয়ান জায়ান্ট ম্যান সিটি। তিন ম্যাচে ১৩ গোল করার সিটির খেলা দেখে অনেকেই ভেবে ছিলেন নিজেদের সেরা ফর্মে ফিরছে দলটি।

তবে সিটির ফেরার গল্পকে তিন ম্যাচেই থামিয়ে দিল আল হিলাল। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আজ নতুন এক ইতিহাস রচনা করল তারা। ফিফার অফিশিয়াল টুর্নামেন্টে ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম এশিয়ান ক্লাব এখন আল হিলাল।

অরল্যান্ডোতে ম্যাচের শুরুটা অবশ্য সিটির পক্ষেই ছিল। ৯ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় তারা। লিড নেয়ার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে রাখে সিটি। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই।

প্রথমার্ধে অবশ্য ব্যবধান আরও বাড়াতে পারত সিটি। তবে আল হিলাল গোলরক্ষক ইয়েসিন বুনু বাধা হয়ে দাঁড়ানোয় একাধিকবার গোলবঞ্চিত হতে হয় সিটিকে। ম্যাচজুড়ে ১০টি সেভ করা বুনু আল হিলালের জয়ের অন্যতম নায়ক।

১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি। বিরতির পরপরই সিটিকে প্রথম ধাক্কা দেয় আল হিলাল। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে ম্যাচ সমতা ফেরায় নেইমারের সাবেক ক্লাব। ৬ মিনিটে সিটিকে স্তব্ধ করে ব্যবধান ২-১ করেন ম্যালকম।

আর্লিং হলান্ডের গোলে ফের সমতা ফেরায় সিটি। এরপর নির্ধারিত সময়ে গোল পায়নি কোনো দল। ফলে ২–২ গোলে ড্র অবস্থায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৪ মিনিটি কালিদু কোলিবালির গোলে ৩-২ গোলে লিড নেয় আল হিলাল; কিন্তু ১০৪ মিনিটে সিটি আবার ম্যাচে ফেরে ফিল ফোডেনের গোলে। এরপর ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় ও আল হিলালের হয়ে চতুর্থ গোল করে এগিয়ে দেন হিলালকে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল। অবিশ্বাস্য এক জয়ে ইতিহাস গড়েই মাঠ ছাড়ে আল হিলাল।

এদিকে ইন্টার মিলানকে বিদায় করে অঘটনের জন্ম দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। আগামী শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল হিলাল।