ধনী অর্থদাতা জেফরি এপস্টিনের গ্র্যান্ড জুরি সংক্রান্ত অনুলিপিগুলো উন্মোচনে শুক্রবার ফেডারেল এক আদালতকে তাগিদ দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন কর্তৃক এপস্টিন সংক্রান্ত নথিগুলো সামলানো নিয়ে তোলপাড়ের মধ্যে ডিপার্টমেন্টটি এ তাগিদ দিয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস-এপি।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ এক প্রস্তাবে এপস্টিনের পাশাপাশি দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিজাত গিলেইন ম্যাক্সওয়েল সংক্রান্ত অনুলিপিগুলো প্রকাশে আদালতকে তাগিদ দেন। এর আগের দিন এ ধরনের প্রস্তাব জমা দিতে জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দেন ট্রাম্প।
জাস্টিস ডিপার্টমেন্ট গত সপ্তাহে জানায়, তাদের অধীনে থাকা এপস্টিনের বিষয়ে তদন্ত সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ তারা প্রকাশ করবে না। এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে ট্রাম্প প্রশাসন।
গ্র্যান্ড জুরি সংক্রান্ত অনুলিপিগুলো প্রকাশে ট্রাম্পের দাবির আগে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়, যৌন ইঙ্গিতবাহী একটি চিঠিতে ট্রাম্পের নাম রয়েছে। ২০০৩ সালে এপস্টিনের ৫০তম জন্মদিন উপলক্ষে তৈরি অ্যালবামের অন্তর্ভুক্ত ছিল চিঠিটি।
ট্রাম্প চিঠি লেখার কথা অস্বীকার করে প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর’ আখ্যা দেন।
জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, এপস্টিন সংক্রান্ত অনুলিপিগুলো প্রকাশের আগে ভুক্তভোগীদের বিষয়ে তথ্যে যথাযথ সংশোধনীর জন্য নিউ ইয়র্কের প্রসিকিউটরদের সঙ্গে কাজ করবে তারা।
আদালত কর্তৃক গ্র্যান্ড জুরি সংক্রান্ত অনুলিপি (মামলায় প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি বা প্রসিকিউটরদের উপস্থাপন করা অন্য কোনো তথ্যপ্রমাণ) প্রকাশের ঘটনা বিরল। বিচারিক প্রক্রিয়া সংশ্লিষ্ট কারণ ছাড়া এ ধরনের নথি সাধারণত প্রকাশ করা হয় না।