স্কুলবাসে শিশুর মৃত্যু, বাস মনিটর গ্রেফতার

টিবিএন ডেস্ক

জুলাই ২১ ২০২৩, ১২:১৬

অভিযুক্ত আমান্ডা ডেভিলা (বাঁয়ে) ও মৃত শিশু (ডানে)

অভিযুক্ত আমান্ডা ডেভিলা (বাঁয়ে) ও মৃত শিশু (ডানে)

  • 0

নিউ জার্সিতে ছয় বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মৃত্যুর স্কুল বাস মনিটরকে গ্রেফতার করেছে শেরিফ অফিস। তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডার চার্জে মামলা হয়েছে।

প্রসিকিউটররা জানিয়েছেন, ফ্র্যাংকলিন টাউনশিপের স্থানীয় স্কুলে পড়ত শিশুটি। প্রতিদিনের মতো সোমবার সকালে তাকে নিতে আসে স্কুলবাস। তবে পৌঁছানোর পর স্কুল কর্তৃপক্ষ বাসের ভেতর তাকে অচেতন অবস্থায় পায়। স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার জানায়, শিশুটি ইমানুয়েল সিনড্রোম নামের বিরল এক অসুস্থায় ভুগছিল। এ কারণে সে কথা বলতে পারত না, কারও সাহায্য ছাড়া কোনো কিছু করতে পারত না।

মৃত্যুর ঘটনা তদন্তের পর সামরসেট কাউন্টি প্রসিকিউটর অফিস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, শিশুটি স্কুলবাসের বিশেষ হুইলচেয়ারে বসা ছিল। রাস্তায় একের পর একের ঝাঁকুনিতে হুইলচেয়ার সিটে নিচের দিকে নেমে যায় শিশুটি। এতে সিটের ফোর পয়েন্ট হার্নেস তার গলায় ফেঁসে যাওয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে যায়।

প্রসিকিউটর অফিস জানায়, স্কুলবাস মনিটর ডেভিলা ঘটনার সময় শিশুটির দিকে নজর না দিয়ে বাসের সামনের সিটে বসে ইয়ারবাড লাগিয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এটি নজরদারির নীতি ও পদ্ধতির লঙ্ঘন।

২৭ বছর বয়সী আমান্ডা ডেভিলাকে বুধবার গ্রেফতার করা হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন