সেখানে সে সময় ছুটি উপভোগ করতে ভিড় জমিয়েছিল অসংখ্য মানুষ।
পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটাইন্সকি জানিয়েছেন, গুলিতে আহতদের কাছের চিল্ড্রেন্স হসপিটালে পাঠানো হয়।
মেমোরিয়াল হেলথকেয়ার সিস্টেমের মুখপাত্র ইয়ানেট ওবারিও স্যানচেয জানিয়েছেন, আহত নয় জনের মধ্যে ছয় জন প্রাপ্তবয়স্ক ও তিন জন শিশু। তারা সবাই আশঙ্কামুক্ত।
হলিউড পুলিশের কর্মকর্তারা বলেন, দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে হেফাজতে নেয়া হয়েছে।
বেটাইন্সকি জানান, ধারণা করা হচ্ছে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কির পর এক জন গুলি চালিয়েছেন। বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।