হতাহত প্রায় দেড়শ
হঠাৎ তুমুল বৃষ্টিতে সর্বনাশ কাশ্মীরে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪ ২০২৫, ১৮:৫৯ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৭:৫৪

আকস্মিক বন্যায় বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোতি গ্রামের পরিস্থিতি। ছবি: এনডিটিভি

আকস্মিক বন্যায় বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোতি গ্রামের পরিস্থিতি। ছবি: এনডিটিভি

  • 0

ঘটনাস্থল থেকে কমপক্ষে ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ তুমুল বৃষ্টিতে সর্বনাশা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জেলার চাশোতি গ্রামে ভারি বৃষ্টিজনিত আকস্মিক বন্যায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-সিআইএসএফের দুই সদস্যসহ কমপক্ষে ৪৬ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানায়, দুর্যোগের শিকার এলাকায় উদ্ধার প্রচেষ্টায় যোগ দিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন ফুটেজে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেছে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআইয়ের খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে কমপক্ষে ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬৭ জন ব্যক্তিকে উদ্ধার করেন। তাদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর।

সনাতন ধর্মাবলম্বীদের মাচাইল মাতা যাত্রা শুরু হয় চাশোতি গ্রাম থেকে। কিশতওয়ারে হিমালয়ের তীর্থস্থান মাতা চান্দি যাওয়ার পথে সর্বশেষ মোটরযানে করে যাওয়ার যোগ্য গ্রামও এটি।

আকস্মিক বন্যার পর বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

কিশতওয়ারের ডেপুটি কমিশনার-ডিসি পঙ্কজ শর্মা জানান, চাশোতি এলাকায় আকস্মিক বন্যা হয়েছে, যেটি মাচাইল মাতা যাত্রার শুরুর জায়গা।

চাশোতি ট্র্যাজেডিতে দুঃখ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হচ্ছে।