তামিমের সঙ্গে বরিশাল টিমের এক বছরের চুক্তি হয়েছে। ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আগামী মৌসুমে তামিম ইকবাল আমাদের দলের হয়ে খেলবেন।’
গত বিপিএল মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তামিম। ইনজুরির কারনে টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি।
ফরচুন বরিশালে ছিলেন সাকিব আল হাসান। সম্প্রতি বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দেন তিনি। এজন্য সিনিয়র ক্রিকেটারদের দলে নিতে মরিয়া বরিশাল।
দুই মৌসুম বরিশালের হয়ে খেলার পর সাকিব আগামী মৌসুমের জন্য রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেছেন। আর সাকিবের জায়গায় আইকন ক্রিকেটার হিসেবে তামিমকে নিয়েছে বরিশাল।
বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর পরবর্তী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।