তাইওয়ানিজ নেতার নামে চীনে বিচ্ছিন্নতাবাদের মামলা

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৫ ২০২৩, ১৯:২১

তাইওয়ানিজ নেতা ইয়াং চিহ-ইউয়ান। ফাইল ছবি

তাইওয়ানিজ নেতা ইয়াং চিহ-ইউয়ান। ফাইল ছবি

  • 0

বিচ্ছিন্নতাবাদে জড়িত থাকার অভিযোগে আটক তাইওয়ানিজ রাজনীতিবিদের নামে মামলা করেছে চীন। এ ঘটনার তীব্র সমালোচনা করেছে তাইওয়ান।

ওই রাজনীতিবিদ হলেন তাইওয়ানিজ ন্যাশ্যনাল পার্টি নামের স্বাধীনতাপন্থী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ইয়াং চিহ-ইউয়ান।

৩২ বছর বয়সী ইউয়ানকে গত আগস্টে পূর্ব চীনের ওয়েনঝু শহর থেকে গ্রেফতার করা হয়।

চীন কর্তৃপক্ষের বরাতে বিবিসি নিউয জানায়, ইউয়ানকে গত আট মাস ধরে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে চীনে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ছিল। সেটির তদন্ত শেষে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাইওয়ানের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে ‘চক্রান্ত’ করে আসছিলেন ইউয়ান। তিনি রাজনৈতিক দল গঠনের মাধ্যমে ‘চীন-তাইওয়ান এক রাষ্ট্র’ প্রতিষ্ঠার বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠেন। তাইওয়ানের স্বাধীনতা কামনায় বেশ কিছু কর্মকাণ্ডও পরিচালনা করেন।

চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এসব কর্মকাণ্ডের কারণে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা বেড়েছে।

এই ঘটনাকে ‘স্বেচ্ছাচারী গ্রেফতার’ আখ্যা দিয়ে তাইওয়ান জানিয়েছে, এ ধরনের গ্রেফতারের মাধ্যমে চীন মানবাধিকার লঙ্ঘন করছে। 

সম্প্রতি তাইওয়ানভিত্তিক এক প্রকাশক ও দুই সংবাদকর্মী চীনে আটক হয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন