স্টেইটের মন্টগোমারি কাউন্টির মারেইন শহরে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
মারেইন পুলিশ সার্জেন্ট ও পাবলিক ইনফরমেশন অফিসার অ্যান্ড্রো প্যারিশ জানান, ওই কারখানা ইঞ্জিন উৎপাদন হয়। কারখানার বাইরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক ব্যক্তি আরেকজনকে লক্ষ্য করে গুলি করেন। এসময় আরও একজন গুলিবিদ্ধ হন। পুলিশ গিয়ে সেখানে একজনকে মৃত অবস্থায় পায়। ধারণা করা হচ্ছে তাকেই লক্ষ্য করে হামলা করা হয়েছিল।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হামলাকারী নিজ বন্দুক দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে তাকেও নেয়া হয়েছে হাসপাতালে।
হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।