গভীর রাতে ভূমিকম্পে ঘুম ভাঙল নিউ ইয়র্কবাসীর

টিবিএন ডেস্ক

মে ১৯ ২০২৩, ২০:৪৯

নিউ ইয়র্কে স্বল্পমাত্রার ভূমিকম্প। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে স্বল্পমাত্রার ভূমিকম্প। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্ক সিটিতে বৃৃহস্পতিবার গভীর রাতে ২.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের দুলুনিতে ঘুম ভেঙেছে অনেকের। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউনাইটেড স্টেইটস জিওলজিক্যাল সার্ভিসের তথ্য বলছে, নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকায় বৃহস্পতিবার রাত ১টা ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। 

এর উৎপত্তিস্থল সিটি থেকে ১০ মাইল উত্তরে ওয়েস্টচেস্টার কাউন্টির হেস্টিংস-অফ-হাডসনের দক্ষিণ প্রান্তে। 

ড্যানবারি, কানেকটিকাট, নর্থওয়েস্ট নিউ জার্সি ও নিউ ইয়র্কের ব্রোঙ্কসের বাসিন্দারা ভূমিকম্প টের পেয়েছেন বলে রিপোর্ট করেছেন। 

নিউ জার্সির এঙ্গেলহুড শহরের এরিকা ডিগস এবিসি সেভেনকে বলেন, ‘আমার হঠাৎ মনে হলো মেঝেতে ঝাঁকুনি লাগছে, পুরো ঘর কেঁপে উঠেছে।’

নিউ ইয়র্কে ভূমিকম্প বিরল ঘটনা। ভার্জিনিয়ায় ২০১১ সালের ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউ ইয়র্ক। একই ঘটনা ঘটেছিল ২০১০ সালের সাউথহ্যাম্পটন উপকূলের ৩.৯ মাত্রার ভূমিকম্পে।


0 মন্তব্য

মন্তব্য করুন