যেরুজালেমের কয়েকটি এলাকায় প্যালেস্টিনিয়ান সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষের জের ধরে আল-আকসা মসজিদে বুধবার রাতে এ অভিযান চালানো হয় বলে দাবি করেছে ইজরায়েল।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশি অভিযানকে সমর্থন জানিয়ে বলেছেন, আল-আকসায় ‘স্থিতাবস্থা বজায় রাখার’ জন্য এটি করা হয়েছে।
ইজরায়েলি পুলিশের হামলার ঘটনায় জেরুজালেম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে আরব লিগ।