আল-আকসা মসজিদে ইজরায়েলি পুলিশের নির্বিচার হামলা

টিবিএন ডেস্ক

এপ্রিল ৫ ২০২৩, ২২:৪৫

আল-আকসা মসজিদে ইজরায়েলি পুলিশের নির্বিচার হামলা
  • 0

ইসলামের পবিত্র মাস রমজানের মধ্যে আল-আকসা মসজিদের ভেতরে ঢুকে নির্বিচার হামলা চালিয়েছে ইজরায়েলি পুলিশ। এতে অন্তত ১২ প্যালেস্টিনিয়ান আহত হয়েছেন, গ্রেফতার করা হয়েছে অন্তত ৪০০ মুসল্লিকে।

যেরুজালেমের কয়েকটি এলাকায় প্যালেস্টিনিয়ান সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষের জের ধরে আল-আকসা মসজিদে বুধবার রাতে এ অভিযান চালানো হয় বলে দাবি করেছে ইজরায়েল।  

ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশি অভিযানকে সমর্থন জানিয়ে বলেছেন, আল-আকসায় ‘স্থিতাবস্থা বজায় রাখার’ জন্য এটি করা হয়েছে। 

ইজরায়েলি পুলিশের হামলার ঘটনায় জেরুজালেম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে আরব লিগ। 


0 মন্তব্য

মন্তব্য করুন