ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) জানিয়েছে, সিসিলি ও সার্ডিনিয়াতে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (১১৮.৪ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে।
ইটালির হেলথ মিনিস্ট্রি শরীরকে হাইড্রেড রাখতে এবং সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি সূর্যের আলো এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
ইএসএ জানিয়েছে, শুধু ইটালিতে নয় ইউরোপের প্রায় সব দেশেই তাপমাত্রা বাড়ছে। যেমন স্পেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। স্পেনের সেভিল,কর্ডোভা ও গ্রানাডাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক সরকার এক টুইটে জানিয়েছে, ক্যানারির লা পালমা দ্বীপে ছড়িয়ে পড়া দাবানলে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে। সেখান থেকে ৫০০ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
গ্রিসে এক পর্যটক শুক্রবার শারীরিক জটিলতায় পড়ার পর শনিবার দুই দিনের জন্য এথেন্সের অ্যাক্রোপলিস বন্ধ করে দেয়া হয়।
ইউরোপে গত বছর গ্রীষ্মে দাবদাহে ৬১ হাজারের বেশি মানুষ মারা যায়।
ইউরোপের পাশাপাশি অ্যামেরিকার কয়েক অঞ্চলে সপ্তাহব্যাপী অতিরিক্ত দাবদাহ চলছে। প্রায় ৯০ মিলিয়নের বেশি লোক তাপমাত্রার সতর্কতায় রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়াতে শীতকাল থাকার পরেও গরম অনুভূত হচ্ছে।