দিল্লিতে মঙ্গলবারের এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হারে মুস্তাফিজের দিল্লি। ব্যাট হাতে তিনি এক রান ও বল হাতে এক উইকেট নেন ফিজ।
দিল্লিতে টস জিতে প্রথমে বল করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক চার ওভারে ১৭২ রানে অলআউট হয় দিল্লি। ওয়ার্নার ৪৭ বলে ৫১ ও প্যাটেল ২৫ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫৪ রান করেন। শেষ ব্যাটার হিসেবে উইকেটে এসে এক বলে অপরাজিত এক রান করেন মুস্তাফিজ।
জবাবে শেষ বলে দুই রান নিয়ে ম্যাচ জয় পায় মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা ৪৫ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৬৫ রান করেন। চার ওভার বল করে ৩৮ রান দিয়ে এক উইকেট নেন মুস্তাফিজ।
প্রথম দুই ওভারে ১৫ রান দেন মুস্তাফিজ। তৃতীয় ওভারে আট রান দিয়ে রোহিতকে শিকার করেন ফিজ। নিজের শেষ ওভারে দুটি ছক্কায় ১৫ রান দেন মুস্তাফিজ।
এখন পর্যন্ত ৪ ম্যাচের সবগুলোতেই হেরেছে দিল্লি। অন্য দিকে তৃতীয় ম্যাচে এসে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই।