নিউ ইয়র্ক সিটির ইস্ট রিভার প্রণালি থেকে বুধবার দুপুরে একটি মরদেহ উদ্ধারের কথা জানিয়ে পুলিশ বলেছে, সেটি দুই বছরের নিখোঁজ শিশু মন্ট্রেল উইলিয়ামসের বলে ধারণা করছে বাহিনীটি।
পুলিশের সূত্রের বরাত দিয়ে এনওয়াই ডেইলি নিউজ এ তথ্য জানায়।
মন্ট্রেলকে গত ১০ মে সর্বশেষ দেখেছিলেন তার মা।
হোয়াইটস্টোন ব্রিজের কাছে ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্ক সংলগ্ন জলাধারে দুপুর ১২টা ১৮ মিনিটে শিশুটির মরদেহ পাওয়া যায় বলে জানায় পুলিশ। তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে কাজ করছেন তদন্তকারীরা।
এনওয়াই ডেইলি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মন্ট্রেলের ছবির সঙ্গে উদ্ধার হওয়া শিশুটির মিল রয়েছে।
মন্ট্রেলের পরিবার জানায়, পুলিশ তাদের বলেছে, কেলভিন ক্লাইনের যে টি-শার্ট পরা অবস্থায় বাবার সঙ্গে শিশুটি নিখোঁজ হয়েছিল, উদ্ধার হওয়া শিশুর গায়েও সেই জামা পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য, নিজ সন্তানকে ব্রঙ্কস নদীতে ছুড়ে ফেলার কথা স্ত্রীকে জানিয়েছেন শিশুটির বাবা অ্যারিয়াস উইলিয়ামস।
শিশুটির মরদেহ এমন সময়ে উদ্ধার হলো, যখন তার বাবা অ্যারিয়াস রাইকারস আইল্যান্ড থেকে আদালতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ব্রঙ্কস নদী যেখানে ইস্ট রিভারের সঙ্গে মিলেছে, সেখান থেকে প্রায় দুই মাইল দূরে পাওয়া যায় শিশুটির মরদেহ।
এতদিন নিখোঁজ শিশুটির অবস্থান প্রকাশ করতে না চাওয়ায় তার বাবা অ্যারিয়াস উইলিয়ামসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। ব্রঙ্কসের পারিবারিক আদালতের এক বিচারক সোমবার ২০ বছর বয়সী অ্যারিয়াসকে জামিনের সুবিধা না দিয়ে আটক রাখার নির্দেশ দেন।