ছোট এই স্টেইটের উত্তরে ম্যাসাচুসেটস, পূর্বে রোড আইল্যান্ড এবং পশ্চিমে নিউইয়র্ক স্টেইটের অবস্থান। দক্ষিণে কানেটিকাটকে ঘিরে রেখেছে অ্যাটল্যান্টিক মহাসাগরের খাঁড়ি ‘লং আইল্যান্ড সাউন্ড’।
ইতিহাস
কানেটিকাট পরিচিত ‘দ্য কন্সটিটিউশান স্টেইট’ নামে। ১৯৩৯ সালের ১৪ জানুয়ারি কানেটিকাট কলোনি কাউন্সিলের মাধ্যমে ‘ফান্ডামেন্টাল অর্ডারস অফ কানেকটিকাট’ গৃহীত হয়। নথিটিকে এখন অ্যামেরিকার প্রথম লিখিত সংবিধান হিসেবে বিবেচনা করা হয়।
সেয়ব্রুক কলোনি, নিউ হেভেন কলোনি এবং কানেটিকাট কলোনি ১৬৬২ সালে একত্রিত হয়ে একটি ব্রিটিশ ক্রাউন কলোনিতে পরিণত হয়।
অ্যামেরিকান রেভ্যুলিউশনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৩টি উপনিবেশের একটি কানেটিকাট।
কানেটিকাট ১৭৮৮ সালের ৯ জানুয়ারি অ্যামেরিকার সংবিধান অনুমোদন করে। ইউনিয়নে যোগ দেয়া মূল ১৩টি স্টেইটের মধ্যে পঞ্চম অবস্থানে আছে এই স্টেইট।
আয়তন
কানেটিকাট অ্যামেরিকার তৃতীয় ক্ষুদ্রতম স্টেইট। এর আয়তন ৫,৫৪৩ বর্গমাইল। বেলজিয়ামের আয়তনের অর্ধেকের চেয়ে কিছুটা ছোট কানেটিকাট। এটি অ্যামেরিকান স্টেইট ডেলাওয়্যারের আয়তনের চেয়ে দ্বিগুণের বেশি বড়, তবে এটি টেক্সাসের থেকে প্রায় ৫০ গুণ ছোট।
ভৌগোলিক অবস্থান
কানেটিকাট চারটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। এর মধ্যে আছে পশ্চিমে ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড আপল্যান্ড বা উত্তর-পশ্চিম উচ্চভূমি। পূর্বে ইস্টার্ন নিউ ইংল্যান্ড আপল্যান্ড বা পূর্ব উচ্চভূমি।
এই উচ্চভূমিগুলো কানেটিকাট রিভার এবং এর পললঅ ভূমি এবং কানেটিকাট রিভার উপত্যকার মাধ্যমে আলাদা করা হয়। এই উপত্যকাটি স্টেইটের কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। পাদদেশগুলো ধীরে ধীরে দক্ষিণে অ্যাটলান্টিক উপকূলীয় সমভূমির নিম্ন পথে নেমে যায়।
স্টেইটের সমভূমিগুলো খুবই সংকীর্ণ। ১০ থেকে ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ সমভূমি উপকূল বরাবর বিস্তৃত।
উত্তর-পশ্চিম উচ্চভূমিতে অবস্থিত টাকোনিক পর্বতমালার একটি ছোট অংশ স্টেইটের উত্তর-পশ্চিম কোণ জুড়ে অবস্থিত। ঠিক সেখানেই সিটি/এমএ/এনওয়াই ট্রাই-পয়েন্টের কাছে কানেটিকাট-ম্যাসাচুসেটস সীমান্তের একটি পাহাড়ের ঢালে ‘মাউন্ট ফ্রিসেলে (৭৪৮ মিটার)’ কানেটিকাটের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া যায়।
বার্কশায়ারে আচ্ছাদিত বাকি পশ্চিম উচ্চভূমি কানেটিকাটের উত্তর-পূর্ব অ্যাপ্লাচিয়ান পর্বতমালার অংশবিশেষ যা লিচফিল্ড হিলস নামে পরিচিত।
নদী
কানেটিকাটের প্রায় সব নদী লং আইল্যান্ড সাউন্ডে গিয়ে মিশেছে। পূর্ব দিকের কিছু নদী ব্লক আইল্যান্ড সাউন্ডে গিয়ে শেষ হয়।
এই স্টেইটের প্রধান নদীগুলো হল: কানেটিকাট রিভার, হাউযাটোনিক রিভার এবং টেমস রিভার।
লেক
কানেটিকাট স্টেইট জুড়ে রয়েছে তিন হাজারেরও বেশি লেক এবং অন্যান্য জলাধার, যা স্টেইটের সব ধরনের পানির প্রয়োজন মেটায়।
স্টেইটের প্রধান লেক বান্টাম লেক, এটি সিটির বৃহত্তম প্রাকৃতিক লেক।
এছাড়া সাকার ব্রুক থেকে উৎপত্তি হওয়া লেক ওয়ারামাউগ স্টেইট পার্কের লেক ওয়ারামাউগও একটি প্রাকৃতিক লেক।
পশ্চিম কানেটিকাটের ক্যান্ডলউড লেক স্টেইটের সবচেয়ে বড় কৃত্রিম লেক। মানবসৃষ্ট জলাধারের মধ্যে আরও রয়েছে লেক রকি এবং হাউসাটোনিক নদী।
জনসংখ্যা ও শহর
কানেটিকাটের জনসংখ্যা আনুমানিক ৩.৫৬ মিলিয়ন।
স্টেইটের ক্যাপিটাল হার্টফোর্ড। তবে প্রায় ১৪৫ হাজার বাসিন্দা নিয়ে স্টেইটের বৃহত্তম শহর ব্রিজপোর্ট।
স্টেইটের অন্যান্য শহরের তালিকায় রয়েছে নিউ হেভেন, স্ট্যামফোর্ড এবং ওয়াটারবারি।
জাতি ও জনগোষ্ঠী
কানেটিকাটের জনসংখ্যার ৬৬% হোয়াইট, ১৭% হিস্পানিক বা ল্যাটিনো, ১২% আফ্রিকান-অ্যামেরিকান ১২%, এশিয়ান ৫% এবং নেইটিভ অ্যামেরিকান ০.৬%।
কানেটিকাটের হার্টফোর্ড শহরে অবস্থিত স্টেইটের ব্যস্ততম বিমানবন্দর- ব্র্যাডলি আন্তর্জাতিক বিমানবন্দর।